বাংলা হান্ট ডেস্ক: এক নারকীয় ঘটনার সাক্ষী রইল মহেশতলা (Maheshtala)। জানা যায় বাড়িওয়ালা খোদ ধর্ষণ করল ভাড়াটিয়া গৃহবধূকে। অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতর ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত।
নৃশংসতার সঙ্গে প্রমাণ নষ্টের চেষ্টা, তোলপাড় এলাকাজুড়ে (Mahestala)
বাড়ি ভাড়া নিয়ে বিপদ। মহেশতলায় ঘটল নারকীয় ঘটনা। এবার গৃহবধূকে ধর্ষণ (Rape) করল বাড়ির মালিক। এই ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত (Court)।
জানা যায়, মহেশতলার (Maheshtala) পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের সর্দারপাড়ায় একটি বাড়িতে ভাড়া থাকতেন ওই নির্যাতিতা। নির্যাতিতার স্বামী পেশার ট্রাক চালক। কাজের সুবাদে বেশিরভাগ সময় বাইরে থাকতেন তিনি। স্বামীর অবর্তমানে, ওই গৃহবধূকে মাঝেমধ্যে নানান ভাবে কটুক্তি করতেন বাড়ির মালিক অশোক শা। কিন্তু কিছু বলতেন না ওই গৃহবধূ। বরং এড়িয়ে চলতেন অভিযুক্তকে। তবে আর সে রক্ষা হল না।
আরও পড়ুন: দ্রুত রান্নার নামে শরীরে জমছে রোগের বীজ! প্রেশার কুকারের ব্যবহার নিয়ে সতর্কবার্তা
নির্যাতিত গৃহবধুর দাবি, গত ১৭ ই অগস্ট সকালে ছাদে কাপড় শুকাতে দিতে যান তিনি। হঠাৎ ওর এই হাত ধরে টানাটানি শুরু করেন বাড়ির মালিক। এরপরই বাড়ির ভেতরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পাশাপাশি তিনি চিৎকার করলে নির্যাতিতাকে মারধর করেন।
প্রমাণ লোপাটের জন্য ওই গৃহবধূ পরনের নাইটি পুড়িয়ে দেন তিনি। এই ঘটনার পর সন্তানকে নিয়ে এক আত্মীয়ের বাড়িতে চলে যান নির্যাতিতা। এরপর স্বামী ফিরে আসলে তিনি সমস্ত ঘটনাটি জানান। তারপরে ২২ অগস্ট অভিযোগ দায়ের করা হয় মহেশতলা থানা (Maheshtala Police Station)। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ওই বাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিশ।