বাংলাহান্ট ডেস্ক : এপার বাংলা হোক বা ওপার বাংলা, ইলিশ (Hilsa Fish) নিয়ে আবেগ রয়েছে বাঙালি মাত্রেই। সারা বছর ধরে এই সময়টার অপেক্ষা করে থাকেন অনেকে। তবে প্রতি বছরই ইলিশের (Hilsa Fish) মরশুমে দাম থাকে চড়ার দিকে। অনেক সময়ই বড় মাছ গুলির দাম এত বেশি থাকে যে তা ছাড়িয়ে যায় মধ্যবিত্তের সাধ্যের সীমা।
বড় আকারের ইলিশের (Hilsa Fish) দাম দেখে মাথায় হাত!
ইলিশের (Hilsa Fish) ক্ষেত্রে বাংলাদেশ বরাবর চর্চায় থেকে। তবে এবছর বাংলাদেশের মৎস্যজীবীরা বলছেন, মাছের দাম নাকি মাত্রাতিরিক্ত। এবার মৎস্যজীবীদের জালে ওঠা বড় মাছ বিক্রি হয়েছে চড়া দামে। আর এবার ফের বাংলাদেশের চাঁদপুর মাছঘাটে দু কেজি ওজনের একটি ইলিশের (Hilsa Fish) দাম উঠল ৯ হাজার ৫৫০ টাকা। শনিবার স্থানীয় এক মাছ বিক্রেতা মাছটি কেনেন বলে জানা গিয়েছে।
কত টাকায় বিক্রি হল মাছ: বড় ইলিশের (Hilsa Fish) চাহিদা থাকে বরাবরই। মৎস্য ব্যবসায়ীরা জানান, এদিন মাছটি নিলামে তুলতেই চড়তে থাকে দাম। বড় ইলিশের (Hilsa Fish) দিকে নজর ছিল অনেকেরই। তাই মাছের দাম বাড়তে বাড়তে গিয়ে ঠেকে ৯ হাজার ৫৫০ টাকায়। প্রতি কেজির দাম ওঠে প্রায় ৪ হাজার ৭৭৫ টাকায়। বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী সূত্রে খবর, লক্ষ্মীপুরের মেঘনার বাড়তির খাল এলাকা থেকে চাঁদপুরে আসে ২ কেজি ওজনের মাছটি।
আরও পড়ুন : ধনতেরাসে সোনা কিনবেন? সেপ্টেম্বরের শুরুতেই কমতে পারে দাম, কত সস্তা হবে হলুদ ধাতু?
কী বলছেন ক্রেতারা: ক্রেতারা বলছেন, এত বড় ইলিশ (Hilsa Fish) সচরাচর দেখা যায় না। দামের কথা যদি ভাবতে হয় তাহলে সাধারণ মানুষের পক্ষে এত দামের মাছ কেনা কঠিন। তবে বড় আকারের ইলিশের (Hilsa Fish) স্বাদও আলাদা। উপরন্তু চাঁদপুরের ইলিশের খ্যাতিও রয়েছে বাংলাদেশ জুড়ে। মধ্যবিত্তদের নাগালের বাইরে হলেও ধনীরা চড়া দাম দিয়েই ইলিশ কিনে নিয়ে যান এখান থেকে।
আরও পড়ুন : ফের মাত্রা ছাড়াল ‘কমেডি’, বিশেষভাবে সক্ষমদের নিয়ে মন্তব্য, সুপ্রিম-কোপে রণবীর
জানা যাচ্ছে, চাঁদপুর এলাকায় ভরা মরশুমে ইলিশের দায় থাকে প্রায় ২ হাজার থেকে আড়াই হাজার টাকা। কিন্তু বড় আকারের মাছ এলেই চড়তে থাকে দাম। এবারের মরশুমে আর কি দাম কমবে ইলিশের? সেই প্রশ্নই উঠছে ক্রেতাদের মধ্যে।