বাংলা হান্ট ডেস্কঃ আশঙ্কা ছিল, আর সেটাই হল। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার (Dearness Allowance) শুনানি। সাংবিধানিক বেঞ্চে বিচারাধীন অন্য একটি মামলায় ব্যস্ত থাকায় শুনানি পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয় রাজ্যের তরফে। ডিএ মামলাটি ১০ সেপ্টেম্বরের পর শোনার আর্জি জানিয়েছিলেন রাজ্যের আইনজীবীরা। রাজ্যের সেই আর্জি মঞ্জুর করেছে আদালত। তবে সেপ্টেম্বরের কত তারিখে ডিএ মামলার পরবর্তী শুনানি কবে হবে, তা জানায়নি সুপ্রিম কোর্ট।
ডিএ নিয়ে বাড়ল অপেক্ষা | Dearness Allowance
উল্লেখ্য, এর আগের দিনও সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হয়নি। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল এসআরআই বা বিশেষ নিবিড় সমীক্ষা সংক্রান্ত মামলায় ব্যস্ত থাকায় সেই দিন শুনানি পিছিয়ে দেওয়া হয়। এবারেও ফের পিছিয়ে গেল শুনানি।
গতকালই বাংলাহান্টকে দেওয়া সাক্ষাৎকারে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেছিলেন, ‘সমস্যাটা হচ্ছে কালকেও নাকি মামলা সুপ্রিম কোর্টে পার্ট-হার্ড ম্যাটার রয়েছে। আমাদের মামলাটাও পার্ট-হার্ড ম্যাটারই রয়েছে। তবে আমাদের মামলায় বেঞ্চ বদল হয়েছে। আগামীকাল নতুন বেঞ্চে এই মামলার শুনানি হবে। কালকে শুনানির বিষয়টিতে আমরা এখনও নিশ্চিত নয়। তবে যদি শুনানি হয় তবে একদিনের শুনানিতেই এটা নিস্পত্তি হবে।’ এদিন দেখা গেল সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়ে গেছে।
এদিন বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে উঠত DA মামলা। ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টের দৈনন্দিন কার্যতালিকার চার নম্বর আইটেম হিসেবে তালিকাভুক্ত ছিল। পাশাপাশি ডিএ মামলা ‘টপ অফ দ্য লিস্ট’ রাখা হয়। সেই মতো আদালতের কার্যক্রম শুরু হলে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল জানান, আজ যে ‘কম্বিনেশনে’ আদালত বসেছে, তাতে এই মামলার শুনানি সম্ভব নয়।
আরও পড়ুন: এক বছর লাগবে না, পুজোর আগেই ‘ঘর ওয়াপসি’? বৌবাজারের গৃহহীনদের বড় আশ্বাস ফিরহাদের
কপিল সিব্বল সহ রাজ্যের আইনজীবীরা অন্য মামলায় ব্যস্ত থাকায় এদিন সুপ্রিম কোর্টে পিছল হাইভোল্টেজ ডিএ মামলার শুনানি। অগস্টে শীর্ষ আদালতে পর পর দু’দিন পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। সেপ্টেম্বরের শুরুতে আগামী কোনও সোম বা শুক্রবার এই মামলার শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে।