বকেয়া DA নিয়ে খারাপ খবর! তবে শীঘ্রই সরকারি কর্মচারীদের ৩-৪% মহার্ঘ ভাতা বাড়তে চলেছে

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্কঃ পর পর দু’বার সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা (Dearness Allowance)। সেপ্টেম্বর মাসে এই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা। ফলত অপেক্ষা বাড়ল সরকারি কর্মীদের। তবে এরই মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে বড় আপডেট সামনে আসছে।

বকেয়া ডিএ কি মিলবে? জানিয়ে দিল সরকার | Dearness Allowance

করোনা মহামারীর পরে এমপ্লয়িজ ইউনিয়ন এবং এমপ্লয়িজ রিপ্রেজেন্টেটিভস বডিগুলি বাকি থাকা মহার্ঘ ভাতা নিয়ে সরকারের কাছে যায়। কেন্দ্রীয় সরকার কর্মচারী এবং পেনশনভোগীদের ১৮ মাসের বকেয়া মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ কি মিলবে? জানা গিয়েছে এই মুহূর্তে সরকার ডিএ প্রদানের বিষয়ে বিবেচনা করছে না।

কোভিড-১৯ মহামারী চলাকালীন থমকে যাওয়া ১৮ মাসের বকেয়া ডিএ এবং ডিয়ারনেস রিলিফ (ডিআর) কি তবে আর মিলবে না? সম্প্রতি লোকসভায় এই প্রশ্নের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয় কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। সাংসদ আনন্দ ভাদোরিয়ার করা প্রশ্নের জবাবে সরকার ১১ অগস্ট লোকসভায় আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করেন।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানায়, কোভিড-১৯ মহামারী চলাকালীন বন্ধ থাকা ১৮ মাসের বকেয়া মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ ত্রাণের (DR) বকেয়া অর্থ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা পাবেন না। বারংবার কর্মচারী ইউনিয়ন এবং সংগঠন এই বকেয়া প্রদানের জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করলেও সরকার নিজের অবস্থানেই অনড়।

বকেয়া ডিএ-র বিষয়টি একাধিকবার পার্লামেন্টে তোলা হলেও কেন্দ্র স্পষ্ট করে, আর্থিক অস্থিতিশীলতার কারণে তারা কর্মীদের বকেয়া ডিএ মেটাতে পারবে না। সম্প্রতি অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, “কোভিডের কারণে অর্থনৈতিক ক্ষতি এবং অতিরিক্ত কল্যাণ ব্যয়ের কারণে বিলম্বিত ডিএ/ডিআর পরিমাণ পরিশোধের কোনও সুযোগ বাজেটে নেই।”

dearness allowance(19)

কেন্দ্রের জবাব, “২০২০ সালে মহামারীর প্রতিকূল আর্থিক প্রভাব এবং সরকারের গৃহীত কল্যাণমূলক পদক্ষেপের অর্থায়নের আর্থিক বোঝা ২০২০-২১ অর্থবছরের তুলনায় অধিক ছিল। সুতরাং ডিএ/ডিআর বকেয়া পরিশোধ সম্ভব বলে বিবেচনা করা হয়নি।” “কোভিডকালে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ১ জানুয়ারি, ২০২০, ১ জুলাই, ২০২০ এবং ১ জানুয়ারি, ২০২১ থেকে প্রদেয় ডিএ ডিআর-এর তিনটি কিস্তি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে সরকারি আর্থিক চাপ কমানো সম্ভব হয়” বলেন অর্থ প্রতিমন্ত্রী।

আরও পড়ুন: পুজোর আগে মুখে হঠাৎ ব্রণ উঠেছে! কেমিক্যাল প্রোডাক্ট না মেখে, ব্যবহার করুন হেঁশেলের এই উপকরণটি

উল্লেখ্য, প্রতি ৬ মাস অন্তর অন্তর কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা ডিএ-ডিআর কিস্তি পেয়ে থাকেন। বর্তমানে, ডিএ ৫৫% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রের কর্মীরা। খুব শীঘ্রই ফের ডিএ ৩-৪% বৃদ্ধি পেতে পারে বলে আশা করা হচ্ছে। বকেয়া ডিএ না মিললেও আশার খবর এটুকুই যে, দীপাবলির আগে ফের ডিএ বৃদ্ধি নিয়ে সুখবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা। যদিও সরকার তরফে এখনও এই বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি।