বাংলাহান্ট ডেস্ক : রাজ্য পুলিশেও অনেক পেশাদার, শিক্ষিত আধিকারিকরা রয়েছেন। বিজেপি সরকার ক্ষমতায় এলে পুলিশ দিয়েই উৎখাত করবে চোরদের। এভাবেই রাজ্য পুলিশের উপরে নিজের আস্থার কথা তুলে ধরলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর কথায়, এপ্রিলে বিজেপি ক্ষমতায় এলে পুলিশই চোরদের উচ্ছেদ করবে।
রাজ্য পুলিশের প্রশংসা শুভেন্দুর (Suvendu Adhikari)
রাজ্যের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে সরব হতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। তিনি বলেন, পুরো ব্যবস্থাটা যদি বাংলায় পরিবর্তন করতে হয় তবে ইডি-সিবিআইয়ের আদালতে যাওয়ার প্রয়োজন পড়বে না। পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যেও অনেক পেশাদার, শিক্ষিত, বুদ্ধিমান আধিকারিকরা রয়েছেন। তাঁদের কাজে লাগানো হয় না।
কী বললেন বিরোধী দলনেতা: ২৬ এর প্রসঙ্গ টেনে শুভেন্দু (Suvendu Adhikari) এদিন বলেন, বিজেপির যে সরকার আগামী দিনে মানুষ আনতে চলেছে, সেই সরকার এখানকার পুলিশকে দিয়েই চোরদের উচ্ছেদ করবে। স্থায়ী সমস্যার সমাধান হবে। এর আগে অবশ্য বিভিন্ন ঘটনায় পুলিশের দিকে আঙুল উঠেছে। রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে বিরোধী দলনেতাকেও।
আরও পড়ুন : উচ্চমাধ্যমিক পাশেই সরকারি চাকরি, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল BSF, এভাবে করুন আবেদন
কী প্রতিক্রিয়া তৃণমূলের: আরজিকর কাণ্ডে বারংবার কাঠগড়ায় উঠেছে পুলিশ প্রশাসন। খেজুরির বিজেপি কর্মীর রহস্য মৃত্যুতেও নিশানায় এসেছে পুলিশ। তবে এবার রাজ্য পুলিশের উপরেই আস্থা রেখে ছাব্বিশের নির্বাচন নিয়ে বার্তা দিলেন শুভেন্দু (Suvendu Adhikari)। যদিও শুভেন্দুর মন্তব্যের পালটা তীর্যক কটাক্ষ করা হয়েছে তৃণমূলের তরফে।
আরও পড়ুন : চড়া দাম দিয়ে বড় ইলিশই কিনতে হবে! রূপোলি শষ্য নিয়ে এবার বড় সিদ্ধান্ত
তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার কটাক্ষ করে বলেন, ‘ওঁর কাছ থেকে কে সার্টিফিকেট চেয়েছে। বাংলার পুলিশের যোগ্যতা সম্পর্কে ওঁকে বলতে হবে? ব্রিটিশ আমলে থেকে এখনও পর্যন্ত পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কেউ প্রশ্ন তোলেনি। শুভেন্দুকে একহাত নিয়ে জয়প্রকাশের বক্তব্য, উনি নিজেই দুর্নীতিগ্রস্ত।