বাংলাহান্ট ডেস্ক : সবথেকে কম সময়ে গন্তব্যে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বন্দে ভারতের (Indian Railways) জুড়ি মেলা ভার। সুপারফাস্ট এই ট্রেন খুব কম সময়ে গন্তব্যে পৌঁছে দেয় বলে অনেক সময়ই যাত্রীরা জরুরি প্রয়োজনে বুক করে থাকেন বন্দে ভারতের টিকিট। কিন্তু সবসময় যে শেষ মুহূর্তে টিকিট পাওয়া যায় এমনটা কিন্তু নয়। তাই যাত্রীদের কথা মাথায় রেখে বড় উদ্যোগ নিয়েছে ভারতীয় রেলওয়ে (Indian Railways)। এবার ট্রেন ছাড়ার ১৫ মিনিট আগে পর্যন্ত বুক করা যাবে বন্দে ভারতের কনফার্ম টিকিট।
শেষ মুহূর্তে বন্দে ভারতের টিকিট কাটার সুবিধা দিল রেল (Indian Railways)
যাত্রীদের স্বাচ্ছন্দ্যের পাশাপাশি এই উদ্যোগে রেলেরও লাভ হবে। দক্ষিণ রেলের (Indian Railways) অন্তর্গত কয়েকটি বন্দে ভারতের ক্ষেত্রেই এই সুবিধা চালু করা হয়েছে। এই মুহূর্তে তামিলনাড়ু, কর্ণাটক, কেরল এবং অন্ধ্রপ্রদেশে চলা আটটি বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Train) এই সুবিধা উপলব্ধ করা হয়েছে। ২০৬৩১ ম্যাঙ্গালোর সেন্ট্রাল-তিরুবনন্তপুরম সেন্ট্রাল, ২০৬৩২ তিরুবনন্তপুরম সেন্ট্রাল-ম্যাঙ্গালোর সেন্ট্রাল, ২০৬২৭ চেন্নাই এগমোর-নাগেরকয়েল, ২০৬২৮ নাগেরকয়েল-চেন্নাই এগমোর, ২০৬৪২ কোয়েম্বাটোর-বেঙ্গালুরু ক্যান্ট, ২০৬৪৬ ম্যাঙ্গালোর সেন্ট্রাল-মাডগাঁও, ২০৬৭১ মাদুরাই-বেঙ্গালুরু ক্যান্ট, ২০৬৭৭ ড: এমজিআর চেন্নাই সেন্ট্রাল-বিজয়ওয়াড়া ট্রেনগুলিতে (Indian Railways) এই পরিষেবা পাওয়া যাচ্ছে।
বড় উদ্যোগ রেলের: এই স্টেশনগুলির ক্ষেত্রে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম আপডেট করা হয়েছে ভারতীয় রেলের (Indian Railways) তরফে, যার দৌলতে ট্রেন স্টেশন ছাড়ার কিছুক্ষণ আগেও টিকিট বুক করা যাবে। কীভাবে অনলাইনে বুক করবেন শেষ মুহূর্তের কনফার্ম টিকিট? রইল ধাপে ধাপে বুকিংয়ের পদ্ধতি।
আরও পড়ুন : ‘এপ্রিলে BJP ক্ষমতায় এলে চোরেদের স্বমূলে উচ্ছেদ করবে ওরাই’, রাজ্য পুলিশের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু
কীভাবে করবেন টিকিট বুক: প্রথমেই যেতে হবে www.irctc.co.in ওয়েবসাইট বা আইআরসিটিসি রেল কানেক্ট মোবাইল অ্যাপে। লগ ইন বা সাইন আপ করে সফর সংক্রান্ত তথ্য দিতে হবে। ট্রেন ধরার এবং গন্তব্য স্টেশন, বন্দে ভারত ট্রেন (Indian Railways) সহ সফরের তারিখ উল্লেখ করতে হবে। এরপরেই সিস্টেমে দেখা যাবে কোন কোন সিটগুলি উপলব্ধ রয়েছে। এরপর কোন স্টেশন থেকে ট্রেন ধরবেন এবং চেয়ার বা এক্সিকিউটিভ ক্লাসের মধ্যে একটি সিলেক্ট করতে হবে। অনলাইনে টিকিটের ভাড়া দিয়ে বুকিং করলেই এসএমএস আপনার ইমেলে এসে যাবে ই-টিকিট।
আরও পড়ুন : ‘আপনার বেডরুমে উঁকি দিলে কেমন লাগবে!’ হঠাৎ এত ক্ষেপলেন কেন আলিয়া?
ভারতীয় রেলের (Indian Railways) এই উদ্যোগে যাত্রীদের বড় সুবিধা হবে। কারণ অনেকেই শেষ মুহূর্তে পরিকল্পনা করে থাকেন। সেক্ষেত্রে আগে ওয়েটিং লিস্টে নাম উঠত যাত্রীদের। তবে শেষ মুহূর্তে বুকিংয়ের সুবিধা মেলায় অনেক যাত্রীদেরই সুবিধা হতে চলেছে।