বাংলাহান্ট ডেস্ক : বাড়ির পরিচারিকার কাছে অত্যাচারিত কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj) একরত্তি মেয়ে কৃষভি। বাড়িতে কেউ না থাকার সুযোগে খুদেকে মারধোরের অভিযোগ বাড়ির পরিচারিকার বিরুদ্ধে! সিসিটিভি ফুটেজে সেই দৃশ্য দেখে রীতিমতো ক্ষুব্ধ, আতঙ্কিত অভিনেত্রী। এমন ঘটনার ক্ষেত্রে আইনি পদক্ষেপ নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
কাঞ্চন-শ্রীময়ী (Sreemoyee Chattoraj) কন্যাকে প্রহার পরিচারিকার
শ্রীময়ী (Sreemoyee Chattoraj) জানান, প্রায় একমাস আগে ঘটে এই ঘটনা। কাঞ্চন শ্রীময়ী দুজনেই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। তাই কৃষভি থাকে শ্রীময়ীর মায়ের কাছে। তবুও সহযোগিতার জন্য সর্বক্ষণের সহায়িকা হিসেবে একজন পরিচারিকাকে বহাল করেছিলেন তাঁরা। জানা গিয়েছে, বিপত্তারিণী পুজো দিতে নিজের বাড়িতে গিয়েছিলেন শ্রীময়ীর (Sreemoyee Chattoraj) মা। পরিচারিকা থাকায় তাঁর দায়িত্বে রেখে গিয়েছিলেন ছোট্ট নাতনিকে। কিন্তু সেই পরিচারিকা কৃষভির সঙ্গে যা করে সিসিটিভি ফুটেজে তা দেখে আঁতকে উঠেছেন অভিনেত্রী।
কী অভিযোগ পরিচারিকার বিরুদ্ধে: অভিযোগ, কৃষভির কান্না থামাতে না পেরে একরত্তি শিশুকেই প্রচণ্ড মারতে দেখা যায় ওই পরিচারিকাকে। এ বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে শ্রীময়ী (Sreemoyee Chattoraj) বলেন, এটা এখন অনেক বাড়িরই সমস্যা। তবে এক্ষেত্রে তিনি আয়া সেন্টারেরই দোষ দেবেন। কোনও সুরক্ষা দিতে তো তাঁরা ব্যর্থ। এদিকে মোটা পারিশ্রমিক ঠিকই নেয়।
আরও পড়ুন : ‘আপনার বেডরুমে উঁকি দিলে কেমন লাগবে!’ হঠাৎ এত ক্ষেপলেন কেন আলিয়া?
উঠেছে বড় অভিযোগ: শ্রীময়ী (Sreemoyee Chattoraj) আরও অভিযোগ করেন, তাঁর বাড়ির পরিচারিকা এবং আয়া দুজনে মিলে পরিকল্পনা করে অনলাইনে জিনিস আনিয়েছে। এমনকি ডেলিভারি বয় গ্রিলের বাইরে থেকে কৃষভিকে আদর করে গিয়েছে। সবটাই ধরা পড়েছে সিসিটিভিতে। পাশাপাশি আয়া সেন্টার থেকে যাঁদের পাঠানো হয় তাঁদের পরিচ্ছন্নতার অভাব, দায়িত্বজ্ঞানহীনতা নিয়েও ক্ষুব্ধ শ্রীময়ী (Sreemoyee Chattoraj)।
আরও পড়ুন : শেষ মুহূর্তে ঘুরতে যাওয়ার প্ল্যান? ট্রেন ছাড়ার ১৫ মিনিট আগে এইভাবে বুক করুন বন্দে ভারতের কনফার্ম টি
অভিনেত্রী বলেন, এরা কাউকেই মানে না। বিষয়গুলি নিয়ে আয়া সেন্টারগুলি যতক্ষণ না সচেতন হবে কিংবা এদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে ততদিন এরা সচেতন হবে না বলে মন্তব্য করেন শ্রীময়ী।