বাংলাহান্ট ডেস্ক : ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। বাংলা টেলিভিশনের প্রথম সারির অভিনেত্রী তিনি। কাজ করেছেন বড়পর্দাতেও। কিন্তু এই দীর্ঘ কর্মজীবনেও নিজস্ব কিছু নিয়ম মেনে চলেন শ্বেতা। স্বল্প পোশাক এমনকি স্লিভলেস পোশাকেও তাঁর আপত্তি। বিষয়গুলি প্রথম থেকেই স্পষ্ট করে দিয়েছিলেন শ্বেতা (Sweta Bhattacharya)। সম্প্রতি এ বিষয়ে আবারও মুখ খোলেন তিনি। আর সেই প্রসঙ্গেই এবার মাথাচাড়া দিয়ে উঠল বিতর্ক।
পোশাক নিয়ে মন্তব্যে আলোচনায় শ্বেতা (Sweta Bhattacharya)
কিছুদিন আগে শ্বেতা মন্তব্য করেছিলেন, তিনি কখনও স্লিভলেস পোশাক পরবেন না। কারণ এই ইন্ডাস্ট্রিতে তিনি শরীর বেচতে নয়, নিজের প্রতিভা বেচতে এসেছেন। শ্বেতার (Sweta Bhattacharya) এই মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা, বিতর্কও হয়েছিল। কিন্তু শ্বেতা দমেননি। সম্প্রতি নিজের শর্ত নিয়ে আবারও মুখ খোলেন অভিনেত্রী।
সাই পল্লবীর সঙ্গে তুলনা শ্বেতার: এক সংবাদ মাধ্যমের সামনে শ্বেতা (Sweta Bhattacharya) বলেন, তিনি শর্টড্রেস পরেন না। আগামীতেও পরবেন না। কারণ তাঁর মতে, এই ধরণের পোশাকে তাঁকে মানায় না। তবে যাঁদের মানায় তাঁদের দেখতে তাঁরও ভালো লাগে। এরপরেই শ্বেতার (Sweta Bhattacharya) সঙ্গে তুলনা করা হয় দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীর সঙ্গে। তিনিও পোশাকের বিষয়ে নিজস্ব নিয়ম মেনে চলেন।
আরও পড়ুন : শেষ মুহূর্তে ঘুরতে যাওয়ার প্ল্যান? ট্রেন ছাড়ার ১৫ মিনিট আগে এইভাবে বুক করুন বন্দে ভারতের কনফার্ম টি
কী বললেন অভিনেত্রী: তবে সবাইকে চমকে দিয়ে শ্বেতা বলেন, সাই পল্লবীকে তিনি চেনেন না, কোনও ছবিও দেখেননি। তবে তিনি নিজে এই বিষয়গুলি অনেকদিন ধরেই মেনে চলেন বলে জানান শ্বেতা (Sweta Bhattacharya)। তাঁর এই মন্তব্য নিয়েও ফের জলঘোলা শুরু হয়েছে নেটপাড়ায়। তবে বিতর্কে কান দিতে নারাজ শ্বেতা।
আরও পড়ুন : কাঞ্চন-শ্রীময়ীর একরত্তি মেয়েকে তুমুল মারধোর পরিচারিকার! ধরা পড়ল সিসিটিভিতে, যা বললেন অভিনেত্রী…
প্রসঙ্গত, এই মুহূর্তে অভিনেত্রীকে দেখা যাচ্ছে ‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়ালে। যদিও গুঞ্জন বলছে, এবার শেষের মুখে এসে পৌঁছেছে ধারাবাহিকটি। অগাস্টের ২৬ তারিখেই নাকি হবে শেষ শুটিং। সেপ্টেম্বরের শুরুতে শেষ পর্ব সম্প্রচারিত হতে পারে এই সিরিয়ালের (Serial) তবে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি চ্যানেল কর্তৃপক্ষ।