বাংলাহান্ট ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ গোয়ায় শিলান্যাস ও উদ্বোধন করলেন একাধিক প্রকল্পের। বিকশিত ভারত, বিকশিত গোয়া ২০৪৭ কর্মসূচির আওতায় এই প্রকল্পগুলি কেন্দ্রীয় সরকার সূচনা করেছে। শিক্ষা পরিকাঠামো, ক্রীড়া, জলশোধন, বর্জ্য ব্যবস্থাপনা এবং পর্যটনের মতো একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এছাড়াও রোজগার মেলায় প্রধানমন্ত্রী নিয়োগপত্র তুলে দেন ১৯৩০ জনের হাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ অনুষ্ঠানের শুরুতেই গোয়ার প্রাকৃতিক সৌন্দর্য ও এখানকার পর্যটন শিল্পের গুরুত্ব তুলে ধরেন তাঁর ভাষণে। প্রধানমন্ত্রী বলেছেন, “বছরের যে কোনো সময়ে গোয়ায় গেলে, এক ভারত শ্রেষ্ঠ ভারতের অনুভূতি পাওয়া যেতে পারে।”
আরোও পড়ুন : ভোটের আগে নয়া চমক! এবার বাংলা ভাগ্যেও জুটতে পারে নতুন ট্রেন, দেখুন কোন রুটে চলবে এক্সপ্রেসটি
নতুন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বক্তব্য, শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটনের সঙ্গে যুক্তি প্রকল্পগুলি গতি আনবে গোয়ার উন্নয়নে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির স্থায়ী ক্যাম্পাস, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার স্পোর্টস ক্যাম্পাস ও সুসংহত বর্জ্য ব্যবস্থাপনা গোয়ার উন্নয়নকে নিয়ে যাবে নতুন পর্যায়।
প্রধানমন্ত্রীর আরও বক্তব্য, “জনসংখ্যা ও আয়তনের দিক থেকে গোয়া ছোট রাজ্য হলেও, এর সামাজিক বৈচিত্র্য রয়েছে। এখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে বিভিন্ন ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন।” প্রধানমন্ত্রী দাবি করেন ডবল ইঞ্জিন সরকারের জন্যই দ্রুত এগিয়ে যাচ্ছে গোয়া। ‘হর ঘর নল সে জল’, বিদ্যুৎ সংযোগ, এলপিজি সংযোগ, বিনামূল্যে কেরোসিন এবং অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পের সাফল্যের কথা উঠে এসেছে প্রধানমন্ত্রীর বক্তব্যে।