আচমকাই IPL থেকে অবসরের ঘোষণা অশ্বিনের! CSK-র সঙ্গে বিতর্কের কারণেই কী এমন সিদ্ধান্ত?

Published on:

Published on:

Ravichandran Ashwin announces retirement from IPL.

বাংলা হান্ট ডেস্ক: ভারতের কিংবদন্তি অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) বুধবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা IPL থেকে অবসরের ঘোষণা করেছেন। আচমকাই তাঁর নেওয়া এই সিদ্ধান্তে অবাক হয়েছেন ক্রিকেট অনুরাগীরাও। ৩৮ বছর বয়সী অশ্বিন জানিয়েছেন যে, তিনি এখন বিশ্বজুড়ে T20 লিগে খেলার জন্য প্রস্তুত।

IPL থেকে অবসর নিলেন অশ্বিন (Ravichandran Ashwin):

চেন্নাই সুপার কিংসের মাধ্যমে সফর শুরু এবং শেষ: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, অশ্বিনের (Ravichandran Ashwin) IPL কেরিয়ার শুরু হয় ২০০৯ সালে চেন্নাই সুপার কিংসের মাধ্যমে। তিনি তাঁর প্রথম IPL ম্যাচটি হলুদ জার্সিতে খেলেছিলেন। ঘটনাচক্রে তিনি তাঁর শেষ ম্যাচটিও চেন্নাই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেন। ২০২৫ সালের মেগা নিলামে, CSK ৯.৭৫ কোটি টাকার বিশাল দর দিয়ে অশ্বিনকে তাদের দলে অন্তর্ভুক্ত করে।

কী জানিয়েছেন অশ্বিন: ইতিমধ্যেই IPL থেকে নিজের অবসরের ঘোষণা করার একটি পোস্ট সামনে এনেছেন অশ্বিন (Ravichandran Ashwin)। যেখানে তিনি জানিয়েছেন, “বিশেষ দিন এবং তাই একটি বিশেষ শুরু। বলা হয় প্রতিটি শেষের একটি নতুন শুরু হয়। IPL ক্রিকেটার হিসেবে আমার সময় আজ শেষ হচ্ছে। কিন্তু বিভিন্ন লিগে খেলার সময় আজ থেকে শুরু হচ্ছে।”

তিনি (Ravichandran Ashwin) আরও জানান, “বছরের পর বছর ধরে আমার যে অসাধারণ স্মৃতি এবং সম্পর্কের অভিজ্ঞতা রয়েছে, তার জন্য আমি সমস্ত ফ্র্যাঞ্চাইজিদের ধন্যবাদ জানাতে চাই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল IPL এবং BCCI-কেও ধন্যবাদ। তারা এখনও পর্যন্ত আমাক যা দিয়েছে তার জন্য। সামনে যা আছে তা উপভোগ করার এবং এর সর্বোচ্চ ব্যবহার করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

আরও পড়ুন: ভারোত্তোলনের কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে বাংলার জয়জয়কার! বিশ্বরেকর্ড কোয়েলের, সোনা পেলেন অনিকও

CSK-র সঙ্গে বিতর্কের কারণেই কী অবসর নিলেন অশ্বিন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, স্পষ্টবাদী বক্তব্যের জন্য বিখ্যাত অশ্বিন (Ravichandran Ashwin) সম্প্রতি তাঁর ইউটিউব চ্যানেলে দাবি করেন যে CSK”অতিরিক্ত অর্থ” দিয়ে ডিওয়াল্ড ব্রেভিসকে চুক্তিবদ্ধ করেছে। যেটি নিয়ম লঙ্ঘনের ইঙ্গিত দেয়। এদিকে, CSK তাৎক্ষণিকভাবে স্পষ্ট করে বলেছে যে ব্রেভিসকে IPL ২০২৫-২৭ এর নিয়ম অনুসারে কেনা হয়েছিল এবং ২.২ কোটি টাকার পরিমাণটি রিপ্লেসমেন্ট ক্লজ অনুসারে ছিল। এমতাবস্থায়, বিতর্ক বাড়তে দেখে, অশ্বিন পরে স্পষ্ট করে বলতে হয় যে তাঁর উদ্দেশ্য CSK-কে দোষ দেওয়া ছিল না বরং তাদের “মাস্টারস্ট্রোক”-এর প্রশংসা করা। শুধু তাই নয়, বিতর্ক আরও ঘনীভূত হওয়ার সঙ্গে সঙ্গে, অশ্বিন এটাও ঘোষণা করেন যে, IPL ২০২৫ চলাকালীন তিনি তাঁর চ্যানেলে CSK সম্পর্কিত কোনও কনটেন্ট পোস্ট করবেন না।

আরও পড়ুন: সিন্ধু জল চুক্তি স্থগিত করার পর এবার ভারতের মাস্টারস্ট্রোক! ঘুম উড়ল শরিফের

৫ টি দল, ২২১ টি IPL ম্যাচ এবং ১৮৭ টি উইকেট: উল্লেখ্য যে, চেন্নাই সুপার কিংস থেকে শুরুকরে রাইজিং পুণে সুপারজায়ান্টস, পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালসের মতো দলের হয়ে খেলেছেন অশ্বিন (Ravichandran Ashwin)। তিনি IPL-এ মোট ২২১ টি ম্যাচে ১৮৭ টি উইকেট নিয়ে তাঁর কেরিয়ার শেষ করেছেন। IPL-এ তিনি একটি হাফ-সেঞ্চুরিও করেছেন।