বাংলা হান্ট ডেস্কঃ আগেই প্রশ্ন তুলেছিল আদালত। এবারে সরাসরি নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। হাইকোর্ট জানিয়ে দিল, যে পুজো কমিটিগুলি গত বছর রাজ্যের অনুদানের (Durga Puja donation) হিসাব পেশ করেছে, তারাই এবছর অনুদান পাবেন। যাঁরা গত বার হিসাব পেশ করেনি তারা এ বছর সরকারি অনুদান পাবে না। পুজো অনুদান সংক্রান্ত একটি মামলায় নির্দেশ উচ্চ আদালতের।
পুজো অনুদান মামলায় কড়া হাইকোর্ট | Calcutta High Court
এবারেও দুর্গাপুজোর অনুদান নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। বুধবার সেই সংক্রান্ত এক মামলার শুনানিতে যে সব দুর্গাপুজো কমিটি খরচের হিসাব দেয়নি, তারা রাজ্য সরকারি অনুদান থেকে বঞ্চিত হবেন বলে।
এর আগের শুনানিতে আদালত প্রশ্ন তুলেছিল যে সব দুর্গাপুজো কমিটি খরচের হিসাব দেয়নি তাদের কেন অনুদান দেওয়া হল? এই বিষয়ে রাজ্যের অবস্থান কী, জানতে চেয়েছিল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে এই মামলা উঠলে নির্দেশ, যাঁরা ইউটিলাইজেশন সার্টিফিকেট দেন়নি, তারা এবছর অনুদান পাওয়ার যোগ্য নন।
পাশাপাশি হাইকোর্ট জানায় ওই কমিটিগুলো ছাড়া বাকি পুজো কমিটিগুলিকে অনুদান দিতে কোনও বাধা নেই রাজ্যের। এদিন আদালতে রাজ্য জানায়, গত বছর কলকাতা পুলিশ এলাকায় রাজ্য সরকার ২ হাজার ৮৭৬ টি পুজো কমিটিকে অনুদান দিয়েছিল, তাদের প্রত্যেকেই ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়েছে। রাজ্যের মোট ৪১ হাজার ৭৯৫ টি পুজো কমিটি এই অনুদান নিয়েছে। তার মধ্যে শিলিগুড়ির ৩ টি পুজো কমিটি ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি, বাকি সকলেই খরচের হিসাব দিয়েছে।
আরও পড়ুন: রাতারাতি প্রায় ৪০০০ টাকা বাড়ল সোনার দাম, রুপোও কি নাগালের বাইরে? দেখুন আজকের রেট
উল্লেখ্য, আগের বারের থেকে এবার আরও অনুদান (Durga Puja donation) বেড়েছে দুর্গাপুজোর। দুর্গাপুজোর জন্য এবার ক্লাবগুলির অনুদান একধাক্কায় বাড়িয়ে দিয়েছে রাজ্য। পুজো কমিটিগুলিকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।