ফের নির্বাসনের “হুমকি”! ভারতের ফুটবল ফেডারেশনকে সতর্ক করে চিঠি ফিফার, দেওয়া হল ডেডলাইন

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: ফের ফিফার (FIFA) নির্বাসনের হুমকির সম্মুখীন হতে হল ভারতের ফুটবল ফেডারেশনকে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, বিগত তিন বছরে এই নিয়ে দ্বিতীয় বার ফিফার নির্বাসনের মুখে AIFF। এর আগে ২০২২ সালের ১৬ অগাস্ট ফেডারেশনকে নির্বাসিত করেছিল ফিফা। ওই সময়ে ফেডারেশনের কাজকর্ম সুপ্রিম কোর্ট নিয়োজিত প্রশাসকদের কমিটি তত্ত্বাবধান করছিল। যেটি ফিফার কাছে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হয়। এমতাবস্থায়, ১৫ দিন পর ওই নির্বাসন তোলা হয় এবং নির্বাচনের মাধ্যমে সভাপতি হিসেবে নির্বাচিত হন। কল্যাণ চৌবে। তবে, এবার ফের ফিফার চিঠিতে প্রয়োজনীয় নির্দেশ না মানলে ফের নির্বাসনের ইঙ্গিত দেওয়া হয়েছে।

ভারতের ফুটবল ফেডারেশনকে সতর্ক করে চিঠি দিল ফিফা (FIFA):

ইতিমধ্যেই প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গত মঙ্গলবার ভারতের ফুটবল ফেডারেশন ফিফা (FIFA) এবং AFC-র তরফে একটি চিঠি পেয়েছে। যেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, আগামী ৩০ অক্টোবরের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন না হলে ফেডারেশন সরাসরি ফিফার শাস্তির সম্মুখীন হবে।
এছাড়াও, ওই চিঠিতে পরোক্ষভাবে নির্বাসনের বিষয়টিও উপস্থাপিত করা হয়েছে। গত মঙ্গলবার AIFF সভাপতি কল্যাণ চৌবের উদ্দেশ্যে পাঠানো চিঠিতে ফিফা জানিয়েছে যে, নতুন সংবিধান চূড়ান্ত করার পাশাপাশি তার রূপায়ণের ক্ষেত্রে বারংবার বিলম্ব হওয়ার বিষয়ে তারা অত্যন্ত চিন্তিত।

IFA sends letter to Indian Football Federation.

প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০১৭-য় সুপ্রিম কোর্টে এই উত্থাপিত হওয়ার পর থেকেই এখনও তা কার্যত ঝুলে রয়েছে। এদিকে, ফিফা আরও অভিযোগ করেছে যে, বিষয়টির পরিপ্রেক্ষিতে একাধিকবার করা সত্ত্বেও স্পষ্ট এবং স্বচ্ছ প্রশাসনিক কাঠামো তৈরি করা হয়নি। এমতাবস্থায়, ফিফা (FIFA) মনে করেছে ভারতীয় ফুটবলে “শূন্যতা”-র পাশাপাশি “আইনি অনিশ্চয়তা” তৈরি হয়েছে। যার পরিপ্রেক্ষিতেই এবার পদক্ষেপ নিয়েছে ফিফা। ফিফার পাঠানো ওই চিঠিতে সই রয়েছে ফিফার সদস্য দেশগুলির মুখ্য কর্তা এলখান মামাদভ এবং AFC-র সদস্য দেশগুলির ডেপুটি জেনারেল সেক্রেটারি ভাহিদ কারদানির।

আরও পড়ুন: আচমকাই IPL থেকে অবসরের ঘোষণা অশ্বিনের! CSK-র সঙ্গে বিতর্কের কারণেই কী এমন সিদ্ধান্ত?

দেওয়া হয়েছে ডেডলাইন: ওই চিঠিতে ফিফা (FIFA) সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিতে আগামী ৩০ অক্টোবরের মধ্যে নতুন সংবিধানের সাহায্য নিয়ে নির্বাচনের নির্দেশ দিয়েছে। এদিকে, ফেডারেশনের পরবর্তী সাধারণ সভার বৈঠকে নতুন সংবিধান রূপায়ণের নির্দেশও দেওয়া হয়েছে। ফেডারেশনকে স্বাধীনভাবে এই সমস্ত প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করতে হবে। অর্থাৎ, এক্ষেত্রে সরকার থেকে শুরু করে অন্য কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বরখাস্ত করা হবে না বলেও জানানো হয়েছে। এদিকে, এই নির্দেশ না মানা হলে বিষয়টি ফিফার নির্দিষ্ট শাখার কাছে পাঠানো হবে। আর এমনটা হলে ফেডারেশনের ফের নির্বাসিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ভারোত্তোলনের কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে বাংলার জয়জয়কার! বিশ্বরেকর্ড কোয়েলের, সোনা পেলেন অনিকও

এমতাবস্থায়, ফিফার (FIFA) কাছ থেকে পাওয়া এই চিঠি আপাতত সুপ্রিম কোর্টে পাঠাবেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। এর পাশাপাশি, কেন্দ্রের ক্রীড়া এবং যুবকল্যাণ মন্ত্রককেও বিষয়টি তিনি জানাবেন। এছাড়াও, সুপ্রিম কোর্টকে দ্রুত রায়দানের লক্ষ্যে অনুরোধ করা হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০১৭ সাল থেকে ফেডারেশনের সংবিধান নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্ট। সম্প্রতি আদালত জানিয়েছিল, রায় ইতিমধ্যেই তৈরি করা থাকলেও নতুন ক্রীড়ানীতি মেনে যাতে সংবিধান তৈরি হয় সেই বিষয়টির লক্ষেই রায়দান পিছিয়ে দেওয়া হয়েছে।