আগেভাগেই সতর্ক করেছিল ভারত! ভয়াবহ বন্যায় হাবুডুবু খাচ্ছে পাকিস্তান, ক্রমশ বাড়ছে সঙ্কট

Published on:

Published on:

Pakistan Floods are creating a major crisis.

বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে পাকিস্তানে ভারী বৃষ্টিপাত ঘটেছে। যার ফলে পড়শি দেশ ভয়াবহ বন্যার (Pakistan Floods) সম্মুখীন হয়েছে। ইতিমধ্যেই ওই দেশের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথোরিটি (NDMA) লাহোর এবং পাঞ্জাব প্রদেশের বিস্তীর্ণ এলাকায় বন্যার বিষয়ে বিপদ সতর্কতা জারি করেছে। আধিকারিকরা জানিয়েছেন, আগামী ৪৮ ঘন্টা তাঁদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

পাকিস্তানে (Pakistan Floods) ভয়াবহ বন্যা:

কারণ, ভারী বৃষ্টিপাত এবং ভারতের ২ টি বাঁধ থেকে জল ছাড়ার কারণে নদীগুলি উত্তাল রয়েছে। শুধু তাই নয়, পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে কর্তৃপক্ষকে ৬ টি জেলায় সেনাবাহিনীর সাহায্য নিতে হয়েছে। বন্যা (Pakistan Floods) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওপর ভয়াবহভাবে প্রভাব ফেলেছে। এদিকে, পাঞ্জাব প্রদেশকেই ওই দেশের খাদ্য সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র বলে মনে করা হয়। পাকিস্তানের ২৪ কোটি জনসংখ্যার অর্ধেক ওই প্রদেশে বসবাস করেন।

Pakistan Floods are creating a major crisis.

পাকিস্তানি মিডিয়া রিপোর্ট অনুসারে, ভারত থেকে জল ছেড়ে দেওয়া এবং অবিরাম বৃষ্টিপাতের ফলে নদীগুলির জল বিপজ্জনক স্তরে পৌঁছেছে। রাবি, চন্দ্রভাগা এবং শতদ্রু নদীতে বন্যার (Pakistan Floods) জল বৃদ্ধি পেয়েছে। যার ফলে নারোয়াল থেকে শুরু করে শিয়ালকোট এবং শকরগড়ে ভাঙন দেখা দিয়েছে। এদিকে, সেতু ভেসে যাওয়ার কারণে একাধিক এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবরও পাওয়া গেছে।

আরও পড়ুন: ফের নির্বাসনের “হুমকি”! ভারতের ফুটবল ফেডারেশনকে সতর্ক করে চিঠি ফিফার, দেওয়া হল ডেডলাইন

স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে: পাকিস্তানের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথোরিটি বুধবার তাদের সর্বশেষ সতর্কতায় পরিস্থিতিকে অত্যন্ত গুরুতর বলে বর্ণনা করেছে। জাসারে রাবি নদীর জল দ্রুত বৃদ্ধি পাবে বলে বলে অনুমান করা হচ্ছে। যা বাঁধ ডুবিয়ে দিতে পারে। এদিকে, চন্দ্রভাগা ও শতদ্রুতেও জলের স্তর ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্কতা (Pakistan Floods) জারি করতে হয়েছে। এদিকে, NDMA নিচু এলাকায় বসবাসকারী পরিবারগুলিকে নিরাপদ স্থানে সরে যেতে বলেছে।

আরও পড়ুন: আচমকাই IPL থেকে অবসরের ঘোষণা অশ্বিনের! CSK-র সঙ্গে বিতর্কের কারণেই কী এমন সিদ্ধান্ত?

৬ টি জেলায় সেনাবাহিনী ডাকা হয়েছে: রিপোর্টে বলা হয়েছে যে ভারত রাবি নদীতে ২,০০,০০০ কিউসেক এবং চন্দ্রভাগা নদীতে ১,০০,০০০ কিউসেক অতিরিক্ত জল ছেড়েছে। যার ফলে আগামী ৪৮ ঘন্টায় ভয়াবহ বন্যার (Pakistan Floods) সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। লাহোর থেকে শুরু করে কাসুর, শিয়ালকোট, ফয়সালাবাদ, নারোয়াল এবং ওকারায় বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর সাহায্য আহ্বান করেছে রাজ্য সরকার।
আধিকারিকরা জানিয়েছেন ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে জীবন বাঁচাতে এবং চলমান উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য তাৎক্ষণিকভাবে সামরিক সহায়তা চাওয়া হয়েছে।