বাংলাহান্ট ডেস্ক : সবদিক দিয়েই দেশের মধ্যে পয়লা নম্বরও উঠে আসতে ঢেলে সাজানো হচ্ছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। একাধিক রুটে সম্প্রসারণ করা হয়েছে পরিষেবা। এর ফলে একবারেই হাওড়া থেকে পৌঁছে যাওয়া যাচ্ছে সল্টলেক সেক্টর ফাইভ। বহু যাত্রীর সমস্যার সুরাহা হয়েছে এতে। তেমনই আবার বেড়েছে যাত্রী সংখ্যা। নতুন রুটগুলি চালু হতে না হতেই ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। তাই এবার বড় উদ্যোগ নিল কলকাতা মেট্রো (Kolkata Metro)।
ভিড় কমাতে বড় উদ্যোগ কলকাতা মেট্রোর (Kolkata Metro)
ব্যস্ত সময়ে মেট্রোর টিকিট কাউন্টারের সামনে ভিড় থাকে উপচে পড়ার মতো। তবে এবার মেট্রোর (Kolkata Metro) নতুন উদ্যোগে আর লাইন দিয়ে টিকিট কাটার প্রয়োজন পড়বে না। সব রুটেই এবার কিউআর ভিত্তিক টিকিটিং সিস্টেম চালু করে দেওয়া হয়েছে মেট্রোর (Kolkata Metro) তরফে।
নতুন ব্যবস্থা চালু নতুন রুটে: ব্যস্ত সময়গুলিতে ভিড় কমাতে এবং টিকিট কাউন্টারগুলিতে চাপ কমাতে কিউআর ভিত্তিক টিকিট কাটার ব্যবস্থা চালু করল কলকাতা মেট্রো (Kolkata Metro)। আগে থেকেই অবশ্য ব্লু, গ্রিন এবং অরেঞ্জ লাইনে এই ব্যবস্থা ছিল। তবে এবার ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা চালু হতে নতুন ইয়েলো এবং পার্পল লাইনেও কিউআর টিকিটিং সিস্টেম শুরু করে দেওয়া হল।
আরও পড়ুন : নির্বাচনী কাজেই ব্যয় ২৫ লক্ষ! প্রাইমারি শিক্ষক জীবনকৃষ্ণের খরচের বহর দেখে হতবাক ED
কীভাবে কাটা যাবে টিকিট: এই নতুন ব্যবস্থা চালু হওয়ায় Aamar Kolkata Metro App এর মাধ্যমে অনলাইনে কাটা যাবে টিকিট। স্টেশনে পৌঁছানোর আগেই এই পদ্ধতিতে টিকিট কেটে নিতে পারবেন যাত্রীরা। এই পদ্ধতিতে টিকিট কাটলে ৫ শতাংশ ছাড় মিলবে। সেই সঙ্গে বাঁচবে সময়ও। ইতিমধ্যেই কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার মেট্রো অ্যাপে কিউআর পদ্ধতিতে টিকিট কেটেছেন ২৩,৪৮২ জন যাত্রী।
আরও পড়ুন : শর্তসাপেক্ষে অনুমতি, পুজোর আগেই খুলছে রুফটপ রেস্তোরাঁ, কী কী নিষেধাজ্ঞা চাপল?
এর আগেও কিউআর পদ্ধতিতে টিকিট কাটার সিস্টেম চালু ছিল কলকাতা মেট্রোতে। আগের সোমবারে প্রায় ১১,৭৮৭ জন যাত্রী অনলাইনে টিকিট কেটেছিলেন। এবার সেই সংখ্যাটা আরও বেড়েছে। তবে টিকিট কাউন্টারও খোলা থাকছে স্টেশনে।