জেলের ভিতরেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন মহিলা বন্দিরা! এবার হাইকোর্টের পক্ষ থেকে এল কড়া নির্দেশ

বাংলাহান্ট ডেস্ক : চমকে দেওয়া একটি মামলা এসেছে কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের এজলাসে শুরু হয় এই মামলার শুনানি। অভিযোগ রাজ্যের সংশোধনাগারের ভিতরেই মহিলা বন্দিরা অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন। কলকাতা হাইকোর্টে এবার এই অভিযোগ নিয়ে আসা হয়েছে। বিষয়টি নিয়ে মামলা হওয়ার পরই শুরু হয় শুনানি।

প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে আজ এই মামলার শুনানি হয়। এই ঘটনা সামনে আসার পর চাঞ্চল্য ছড়িয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে জেলের ভিতর মহিলারা কীভাবে অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন? জেলের ভিতরে প্রণয় ঘটিত কারণের জন্য কি অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন মহিলা বন্দিরা?

আরোও পড়ুন : মাধ্যমিকের প্রশ্নফাঁসের ‘অ্যাডমিন’ গ্রেপ্তার! মালদহের প্রত্যন্ত গ্রামের এক গৃহশিক্ষকের কীর্তি অবাক করবে

নাকি এর পিছনে রয়েছে অত্যাচার? রাজ্যের প্রায় সব সংশোধনাগারের মহিলা বন্দিরাই অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এই ব্যাপারটি খতিয়ে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সংশোধনাগারে এই মুহূর্তে অন্তত ১৯৬টি শিশু রয়েছে তাদের মায়ের সাথে। শিশুগুলির পিতৃপরিচয় নিয়ে তৈরি হয়েছে সংশয়।

আরোও পড়ুন : বাজেটের কিছুদিনের মধ্যেই RBI-এর তরফে এল বড় ঘোষণা! EMI’র উপর কী প্রভাব পড়তে চলেছে?

এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি কড়া নির্দেশ দিয়েছেন। অনেকেই আবার বলছেন এভাবে অন্তঃসত্ত্বা হয়ে পড়া ও সন্তান জন্ম দেওয়া জেল থেকে বেরোনোর একটি সুকৌশল। আজ বিচারপতি বলেছেন, আমার পরামর্শ থাকবে মহিলা সংশোধনাগারে পুরুষ কর্মীদের আগমন না হোক। তারা যেন যেতে না পারে মহিলা বন্দিদের কাছে।

JAIL 1 1

সম্প্রতি আদালতবান্ধবকে সাথে করে আইজি কারা জেল পরিদর্শন করেন। এই পরিদর্শনের সময় তারা দেখেন মহিলা বন্দি অন্তঃসত্ত্বা ও ১৫ জন শিশু রয়েছে তাদের মায়ের সাথে। কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এই ব্যাপারটিকে অত্যন্ত গুরুতর বলে মনে করছেন। এছাড়াও হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের সংশোধনাগারে কতজন গর্ভবতী মহিলা রয়েছেন সেটি খতিয়ে দেখার।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর