বাংলা হান্ট ডেস্ক: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা (Durgapuja)। কথায় বলে রথের চাকায় দড়ির টান পড়লে শুরু হয় দুর্গা পূজোর কাউন্ট ডাউন। পাশাপাশি এই পুজোয় টানা ১০ দিন শহর সেজে ওঠে আলোয়। এছাড়াও ভিড় জমে প্রতিটা মন্ডপে। পাশাপাশি চলতে থাকে ধুনুচি নাচ ও ঢাকের বাদ্য। কিন্তু আপনারা জানেন কি, দুর্গাপূজোয় এমন কিছু ফুল আছে যা মা’কে অর্পণ করলে আপনি আপনার জীবনের কঠিন বাঁধা থেকে মুক্তি পেতে পারেন।
গৃহে শান্তি প্রতিষ্ঠার সহজ উপায়, দুর্গা পূজায় অর্পণ করুন এই ফুল গুলো (Durgapuja)
শিউলি ফুল: শরৎকাল পড়তে না পড়তেই দেখা যায় শিউলি ফুল। ভোরের শিশির ভেজা সবুজ ঘাসে সাদা কমলার শিউলি ফুল ছড়িয়ে থাকা মানে পুজো এসেছে। শিউলি ফুল ছাড়া দুর্গাপুজো অসম্পূর্ণ। কারণ এই ফুলের আগমনী মা দুর্গার মর্তে আসার বার্তা দেয়। সপ্তমী অষ্টমী প্রতিটি দিন পূজোর অঞ্জলিতে এই ফুল একান্তই দরকার। কথিত আছে, মায়ের চরণে এই ফুল অর্পণ করলে মনের সকল ইচ্ছে পূরণ হয় (Durgapuja)।
গাঁদা ফুল: গাঁদা ফুল সব দেবতারই প্রিয়। দুর্গা পুজোর প্রতিমা সাজাতে এই ফুল ব্যবহার করা হয়। পাশাপাশি আরতির সময়ও ও অঞ্জলিতে এই ফুল বিশেষভাবে ব্যবহার করা হয়। বিশ্বাস করা হয় গাঁদা ফুল অর্পণ করলে মা দুর্গা সহজেই সন্তুষ্ট হন।
পদ্ম ফুল: পদ্মফুল হিন্দু মতে অত্যন্ত পবিত্র ও দেবী শক্তি প্রতীক বলে মনে করা হয়। শাস্ত্র মতে দেবীকে এই ফুল অর্পণ করলে ভক্তের ইচ্ছে পূরণ হয় বলে মনে করা হয়। এছাড় দুর্গাপূজার নবমীর দিনে, মাকে ১০৮ টি পদ্ম অর্পণ করলে আপনার মনস্কামনা পূরণ হবে।
আরও পড়ুন: চিয়া নাকি ফ্ল্যাক্স সিড কোনটি শরীরের মেদ কমাতে বেশি সাহায্য করে জানেন?
জবা: লাল জবা দেবী দুর্গার অদম্য শক্তি প্রকাশ। পুরাণ মতে, দেবীকে জবর অর্পণ করলে ভক্তরা সাহস ও শক্তি পান। এছাড়াও দেবী কালিকার প্রিয় ফুল এটি। কথিত আছে, লাল জবা ছাড়া দূর্গা পুজো সম্পূর্ণ হয় না। এছাড়াও, দুর্গা ও কালিকা সবচেয়ে বেশি এই ফুল দিয়ে সন্তুষ্ট করা যায়।
অপরাজিতা: দুর্গাপূজা (Durgapuja) অপরিচিতা ফুল দেবীকে দিলে শক্তি ও সাহস পাওয়া যায় বলে মনে করা হয়। এবং এই ফুল মাকে অর্পণ করলে জীবনের সমস্ত বাধা জয় করা যায়। এছাড়াও এই ফুল অর্পণে সংসারে শান্তি ফিরে আসে ও জীবনে উন্নতি ও সমৃদ্ধি ঘটে।
(Disclaimer:এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই বিষয়ে কোনও দায় নেই বাংলা হান্টে-র।)