“পহেলগাঁও হামলা ভুলিনি”, ভারত-পাক ম্যাচের প্রচার করায় নেটিজেনদের তীব্র নিন্দার সম্মুখীন শেহবাগ

Published on:

Published on:

Virender Sehwag faces criticism from netizens.

বাংলা হান্ট ডেস্ক: এশিয়া কাপ ২০২৫-এর অফিসিয়াল ব্রডকাস্টার সোনি স্পোর্টস নেটওয়ার্ক ইতিমধ্যেই এই টুর্নামেন্ট সম্পর্কিত একটি প্রোমো প্রকাশ করেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই প্রোমোটি সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়ছে। মূলত, ভারত ও পাকিস্তানের মধ্যে হাই-ভোল্টেজ ক্রিকেট ম্যাচের প্রচারের জন্য প্রকাশিত ওই বিজ্ঞাপনে ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগকে (Virender Sehwag) দেখা গিয়েছে। এমতাবস্থায়, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এই বিষয়টিকে “জাতীয় গর্বের সঙ্গে আপস” এবং “পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় নিহতদের প্রতি অপমান” বলে অভিহিত করে এশিয়া কাপ বয়কটের ডাক দিয়েছেন।

ক্ষোভের মুখে পড়েছেন বীরেন্দ্র শেহবাগ (Virender Sehwag):

সোনি স্পোর্টসের ওই প্রোমোতে ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনা দেখানোর চেষ্টা করা হয়েছে। বিজ্ঞাপনে দেখা যাচ্ছে যে, একজন ভারতীয় মুসলিম পরিবার টিভিতে ভারত-পাকিস্তান ম্যাচ দেখছে।ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ব্যাট করছেন। অপরদিকে, শাহিন শাহ আফ্রিদির হাতে বল। ম্যাচের রুদ্ধশ্বাস মুহূর্তে প্রত্যেকেই চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন এবং পরিবারের প্রধান ভারতের জয়ের জন্য প্রার্থনা করছেন। ভারত জয়লাভের সঙ্গে সঙ্গেই পরিবার উল্লাসে ফেটে পড়ে। এরপর বীরেন্দ্র শেহবাগকে (Virender Sehwag) এশিয়া কাপের বার্তা দিয়ে প্রচার করতে দেখা যায়। আর এই প্রোমোটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

সম্প্রতি ঘটেছে পাহেলগাঁও হামলা: উল্লেখ্য যে, বর্তমান সময়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা রয়েছে। চলতি বছরের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহেলগাঁওয়ের বৈসরান উপত্যকায় ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন নিহত হন। যাঁদের মধ্যে অধিকাংশজনই ছিলেন পর্যটক। এদিকে, ওই হামলায় ২০ জনেরও বেশি আহত হন। এই হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে যায়। এমনকি পাকিস্তানকে যোগ্য প্রত্যুত্তর দেওয়ার লক্ষ্যে সম্পন্ন হয় অপারেশন সিঁদুরও।

আরও পড়ুন: “দলীপ ট্রফি খেলতে পারছি অথচ…”, এশিয়া কাপে টিম ইন্ডিয়ায় সুযোগ না পেয়ে কী জানালেন মহম্মদ শামি?

এহেন পরিস্থিতিতে, ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের প্রচার করার উদ্দেশ্যে তৈরি এই প্রোমোটি নেটিজেনদের অধিকাংশ পছন্দ করেননি। শুধু নয়, সোশ্যাল মিডিয়ায় তাঁরা এটিকে “পহেলগাঁও হামলায় নিহতদের প্রতি অপমান” এবং “জাতীয় অনুভূতি নিয়ে ছেলেখেলা” বলেও অভিহিত করছেন। এছাড়াও, নেটিজেনরা BCCI থেকে শুরু করে সোনি স্পোর্টস এবং প্রোমোতে প্রদর্শিত সেলিব্রিটিদের, বিশেষ করে বীরেন্দ্র শেহবাগকে “টাকার জন্য ক্ষুধার্ত” বলে অভিহিত করেছেন।

আরও পড়ুন: CBI-এর ক্ষমতায় মুগ্ধ আমেরিকাও! বিরাট সাফল্যের পর ভারতের তদন্ত সংস্থাকে জানাল ধন্যবাদ

কেন শেহবাগকে টার্গেট করা হচ্ছে: মূলত, ওই প্রোমোতে বীরেন্দ্র শেহবাগকে (Virender Sehwag) ভারত-পাকিস্তান ম্যাচের আবহে এশিয়া কাপের প্রচার করতে দেখা গেছে। আর এক কারণেই তিনি সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হয়েছেন। নেটিজেনরা তাঁর পুরনো সোশ্যাল মিডিয়া পোস্টগুলি খুঁজে বের করে পহেলগাঁও হামলার প্রতি শেহবাগের প্রতিক্রিয়ার পোস্টগুলির কথা মনে করিয়ে দিয়েছেন। কিছু কিছু নেটিজেন তাঁর বিরুদ্ধে তীব্র মন্তব্য করে “জাতীয় অনুভূতিতে আঘাত” করার অভিযোগ করেছেন। কিছু ব্যবহারকারী এবার লিখেছেন, “পহেলগাঁও হামলার জন্য চোখের জল ফেলা শেহবাগ এখন ভারত-পাকিস্তান ম্যাচ প্রচার করছেন। এটাই কী দেশপ্রেম?”