হঠাৎই আরজি কর ধর্ষণ ও খুন সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি ঘোষ, জানালেন কারণও

Published on:

Published on:

rg kar case

বাংলা হান্ট ডেস্কঃ গত বছর অগাস্ট থেকে ২০২৫ এর অগাস্ট শেষের পথে। হাইকোর্টে চলছে আরজি কর (R G Kar Case) ধর্ষণ-খুন সংক্রান্ত মামলা। এবার হঠাৎই সেই মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Calcutta High Court Justice Tirthankar Ghosh)। পাশাপাশি আরজি করের ঘটনাস্থল ঘুরে দেখতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। সেই মামলা থেকেও সরে দাঁড়ালে বিচারপতি ঘোষ। কারণ কি?

আরজি কর মামলা থেকে সরে দাঁড়ালেন জাস্টিস ঘোষ | R G Kar Case

মামলা থেকে কেন সরে দাঁড়ালেন সেই কারণও খোলসা করেছেন বিচারপতি। জাস্টিস ঘোষের বক্তব্য, যেহেতু ইতিমধ্যে সিবিআই এবং সাজাপ্রাপ্ত আসামী নতুন মামলা দায়ের করেছে, এবং সেই মামলার শুনানি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলছে, তাই একক বেঞ্চের পরিবর্তে এই মামলা ডিভিশন বেঞ্চেই শোনা হোক।

সূত্রের খবর, নতুন করে তদন্ত এবং তদন্তে নজরদারির আবেদনের শুনানি হতে পারে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। একক বেঞ্চের পরিবর্তে মামলা ডিভিশন বেঞ্চে হবে বলে খবর। জাস্টিস ঘোষ তাঁর এজলাসে দায়ের হওয়া নির্যাতিতার পরিবারের নতুন আবেদনের নথি প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন ইতিমধ্যেই।

উল্লেখ্য, মেয়ের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তে ত্রুটির অভিযোগ তুলে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার পরিবার। এদিকে হাসপাতালে ঘটনাস্থল পরিদর্শন করতে চেয়ে আদালতের নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। নিম্ন আদালত সেই আবেদন খারিজ করে দেওয়ার পর হাইকোর্টে যান তারা। সেই মামলা থেকেও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সরে দাঁড়ালেন।

 RG Kar

আরও পড়ুন: ‘কিছু মন্ত্রী চেয়েছিলেন তাঁদের প্রার্থীরা থাকুক আর..,’ ২৬০০০ চাকরি বাতিল মামলায় যা বলল সুপ্রিম কোর্ট, তোলপাড়

আরজি করের রায় চ্যালেঞ্জ করে দায়ের হওয়া দু’টি মামলা বর্তমানে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে। এ বার বিচারপতি ঘোষ আরজি কর মামলা থেকে সরে দাঁড়ানোয় সেই ডিভিশন বেঞ্চেই এই মামলা যেতে পারে বলে সম্ভাবনা।