বাংলা হান্ট ডেস্ক: ভারতের “গোল্ডেন বয়” নীরজ চোপড়া (Neeraj Chopra) ডায়মন্ড লিগের ফাইনালে দ্বিতীয় স্থান অর্জন করলেন। এই প্রতিযোগিতাটি গত ২৮ অগাস্ট, বৃহস্পতিবার জুরিখের লেটজিগ্রান্ড স্টেডিয়ামে সম্পন্ন হয়। যেখানে পুরো দেশের নজর ছিল তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার দিকে। কিন্তু এই বছরও তিনি ডায়মন্ড লিগ ফাইনালের শিরোপা জিততে ব্যর্থ হলেন। অন্যদিকে, জার্মানির জুলিয়ান ওয়েবার প্রথম স্থান অর্জন করেছেন। উল্লেখ্য যে, ২০২২ সালে নীরজ চোপড়া ডায়মন্ড লিগ জিতে পুরো দেশকে গর্বিত করেছিলেন। এর পর, তিনি টানা তৃতীয়বারের মতো রানার-আপ হলেন। এর আগে, নীরজ ২০২৩ এবং ২০২৪ সালেও দ্বিতীয় স্থান অর্জন করেন।
ডায়মন্ড লিগের ফাইনালে দ্বিতীয় স্থানে নীরজ চোপড়া (Neeraj Chopra):
সেরা থ্রো-র দূরত্ব কত ছিল: এবারের প্রতিযোগিতায় নীরজ চোপড়াকে (Neeraj Chopra) তুমুল লড়াই করতে দেখা যায়। এমনকি তিনি ৩ বার ফাউলও করেছিলেন। ফাইনালে নীরজের সেরা থ্রো ছিল ৮৫.০১ মিটার। অন্যদিকে, চ্যাম্পিয়ন ওয়েবারের সেরা থ্রো ছিল ৯১.৫১ মিটার। এবার নীরজ চোপড়া ৬ জন খেলোয়াড়ের সঙ্গে কঠিন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁর প্রথম প্রচেষ্টা খুব একটা “স্পেশাল” ছিল না। নীরজের ওই থ্রো ছিল ৮৪.৩৫ মিটারের। অন্যদিকে, জার্মানির জুলিয়ান ওয়েবারের প্রথম থ্রো ছিল ৯১.৩৭ মিটারর। শুধু তাই নয়, ওয়েবারের দ্বিতীয় থ্রো প্রথমটির চেয়েও ভালো ছিল এবং তিনি ওই থ্রো-র মাধ্যমে ৯১.৫১ মিটারের দূরত্ব অর্জন করেন।
ফাউল হয়েছে ৩ বার: অন্যদিকে, নীরজের (Neeraj Chopra) দ্বিতীয় থ্রো-তে, তিনি প্রথম প্রচেষ্টার চেয়ে কম দূরত্ব অর্জন করেন। যেখানে তিনি মাত্র ৮২.০০ মিটার দূরত্ব অর্জন করতে সক্ষম হন। এরপরে, নীরজ চোপড়া টানা ৩ বার ফাউল করেন। অর্থাৎ তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম প্রচেষ্টাতেও তিনি ফাউল করেন। তারপর ষষ্ঠ প্রচেষ্টায় নীরজ কিছুটা বল প্রয়োগ করে তাঁর জাদু দেখান। যেখানে তিনি ৮৫.০১ মিটারের থ্রো করেন। এর ফলে তিনি কেশর্ন ওয়ালকটকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে পৌঁছে যান। ওই ম্যাচে এটাই ছিল নীরজের সেরা থ্রো।
নীরজ চোপড়ার প্রচেষ্টা:
প্রথম থ্রো: ৮৪.৩৫ মিটার
দ্বিতীয় থ্রো: ৮২.০০ মিটার
তৃতীয় থ্রো: ফাউল
চতুর্থ থ্রো: ফাউল
পঞ্চম থ্রো: ফাউল
ষষ্ঠ থ্রো: ৮৫.০১ মিটার
আরও পড়ুন: ১৪ বছর বয়সেই ফের চমক বৈভব সূর্যবংশীর! প্রো কাবাডি লিগে পেলেন বিশেষ দায়িত্ব
এই প্রতিযোগিতায় খেলোয়াড়দের সেরা থ্রো:
জুলিয়ান ওয়েবার (জার্মানি): ৯১.৫১ মিটার
নীরজ চোপড়া (ভারত): ৮৫.০১ মিটার
কেশর্ন ওয়ালকট (ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো): ৮৪.৯৫ মিটার
অ্যান্ডারসন পিটার্স (গ্রেনাডা): ৮২.০৬ মিটার
জুলিয়াস ইয়েগো (কেনিয়া): ৮২.০১ মিটার
আন্দ্রিয়ান মারদারে (মলদোভা): ৮১.৮১ মিটার
সাইমন উইল্যান্ড (সুইজারল্যান্ড): ৮১.২৯ মিটার
আরও পড়ুন: রাশিয়া থেকে তেল কিনে কতটা লাভবান হয়েছে ভারত? এবার মিলল সেই তথ্য
জ্যাভলিন নিক্ষেপের অন্যতম তারকা নীরজ: উল্লেখ্য যে, নীরজ চোপড়াকে (Neeraj Chopra) জ্যাভলিন নিক্ষেপের অন্যতম কিংবদন্তি হিসেবে বিবেচনা করা হয়। ভারতে জ্যাভলিন নিক্ষেপ প্রতিযোগিতার অন্যতম মুখ তিনি। ২০২১ সালে, নীরজ টোকিওতে জ্যাভলিন থ্রো-তে সোনা জিতেছিলেন। তারপর থেকে তিনি “গোল্ডেন বয়” নামে পরিচিত। এদিকে, তিনি ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে রুপো জেতেন। এছাড়াও, ২০২২ সালে জুরিখের লেটজিগ্রান্ড স্টেডিয়ামে সম্পন্ন হওয়া ডায়মন্ড লিগে প্রথম ভারতীয় হিসেবে ফাইনাল জেতেন নীরজ।