বাংলাহান্ট ডেস্ক : পদ দেওয়ার বদলে টাকা চাওয়ার মতো গুরুতর অভিযোগ উঠল তৃণমূল (Trinamool Congress) বিধায়কের বিরুদ্ধে। রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ব্লক সভাপতি পদ পাইয়ে দেওয়ার কথা দিয়ে টাকা চেয়েছেন তিনি। শোনা যাচ্ছে, একটি ভাইরাল ভিডিওতে উঠে এসেছে এই ঘটনা। যদিও এর সত্যতা যাচাই করেনি বাংলাহান্ট।
তৃণমূল (Trinamool Congress) বিধায়কের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ
জানা যাচ্ছে, ভাইরাল অডিওতে দুই ব্যক্তির কথোপকথন শোনা গিয়েছে, যাঁদের তৃণমূল (Trinamool Congress) নেতা বা কর্মী বলে অনুমান করা হচ্ছে। তাঁদের বারংবার বলতে শোনা যাচ্ছে, দীর্ঘদিন ধরে দলের সদস্য হলেও ব্লক সভাপতি বা টাউন সভাপতি হিসেবে পদোন্নতি নিয়ে তাঁদের সন্দেহ আছে। জানা গিয়েছে, এরপরেই কথায় কথায় তাঁদের বলতে শোনা যায়, তিনি বিধায়ক (Trinamool Congress) মুকুটমণি অধিকারীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কথাবার্তা স্বাভাবিক ভাবে হলেও শেষে আসে টাকার প্রসঙ্গ।
অডিও ঘিরে বিতর্ক: জানা যায়, একজনকে বলতে শোনা যায়, নিজের পিএ কে দিয়ে টাকার কথা বলিয়েছেন বিধায়ক (Trinamool Congress)। ব্লক সভাপতি পদের জন্য নাকি ৩ লক্ষ টাকা চাওয়া হয় বলে অভিযোগ। দুই ব্যক্তিকে অডিওতে বলতে শোনা যায়, ব্লক সভাপতি হয়ে তিন লক্ষ টাকা তোলা সম্ভব হবে কিনা।
আরও পড়ুন : শাপে বর হয়েছে, দুর্যোগের জেরেই হৃষ্টপুষ্ট ইলিশ, জাল ভর্তি করে উঠল আড়াই কেজি ওজনের রূপোলি শষ্য!
মুখ খুললেন বিধায়ক: এদিকে এই ভাইরাল অডিওতে শোনা পুরো ঘটনা অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক। মুকুটমণি অধিকারীর দাবি, তৃণমূলকে (Trinamool Congress) কলুষিত করার চেষ্টা করা হচ্ছে। অডিওতে শোনা দুই ব্যক্তির পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি। তবে তৃণমূল বিধায়ক হুঁশিয়ারি দিয়েছেন, তিনি আইনি পথে হাঁটবেন।
আরও পড়ুন : ভিনধর্মী হয়েও করেন গণেশ পুজো, সলমনের গণপতি আরাধনার ভিডিও দেখে আপ্লুত ভক্তরা
তিনি আরও বলেন, তাঁর পিএ প্রিন্স অধিকারীর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। বিধায়ক বলেন, ২০২৬ এর লড়াইয়ে সুবিধা করতে না পেরে বিরোধী শক্তি এবং কিছু দুর্বৃত্ত গোষ্ঠী তাঁকে এবং তৃণমূলকে কলুষিত করার চেষ্টা করছে। উল্লেখ্য, গত বছরই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন মুকুটমণি অধিকারী।