বাংলা হান্ট ডেস্ক: নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ ২০২৫ সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলেছে। মোট ৮ টি দলের এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়া আগামী ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাশহীর বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে। যদিও, ক্রিকেট অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আগামী ১৪ সেপ্টেম্বরের জন্য। পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুরের পর প্রথমবারের মতো, ভারত এবং পাকিস্তান (IND vs Pak) আগামী ১৪ সেপ্টেম্বর দুবাইতে এই টুর্নামেন্টে একে অপরের মুখোমুখি হবে। তবে, পহেলগাঁও হামলার প্রতিবাদে, অনেকেই টিম ইন্ডিয়াকে এই ম্যাচে না খেলার দাবি জানাচ্ছেন। যদিও, “হাইভোল্টেজ” ম্যাচের টিকিটের চাহিদা রীতিমতো আকাশছোঁয়া। শুধু তাই নয়, খবর আসছে যে এই টিকিটগুলি ব্ল্যাক মার্কেটে ১৫ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে।
এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান (Ind vs Pak):
ঠিক কী ঘটছে: অপারেশন সিঁদুরের পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখনও বজায় রয়েছে। ঠিক এই আবহেই আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। এমতাবস্থায়, প্রত্যেক ক্রিকেট ভক্ত আগামী ১৪ সেপ্টেম্বর সম্পন্ন হতে চলা ভারত-পাকিস্তান (Ind vs Pak) ম্যাচের দিকে তাকিয়ে রয়েছেন। খবর অনুসারে, এই ম্যাচের টিকিট বিক্রি আগামী ২ দিনের মধ্যে শুরু হতে পারে।
🎟️ ATTENTION FANS 🎟️
An important update regarding tickets for the DP World Asia Cup 2025.
#ACC pic.twitter.com/CYe4k0fRFi— AsianCricketCouncil (@ACCMedia1) August 19, 2025
যদিও, খবর আসছে যে ভারত-পাকিস্তান (Ind vs Pak) ম্যাচের টিকিট ব্ল্যাক মার্কেটে ১৫.৭৫ লক্ষ টাকায় পাওয়া যাচ্ছে। এমতাবস্থায়, এমিরেটস ক্রিকেট বোর্ডের (ECB) চিফ অপারেটিং অফিসার সুবহান আহমেদ ক্রিকেট অনুরাগীদের সন্দেহজনক ওয়েবসাইটের ফাঁদে না পড়ার পরামর্শ দিয়েছেন। তিনি জানিয়েছেন, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) এবং ECB-কে সোশ্যাল মিডিয়ায় একটি সতর্কতা জারি করতে হয়েছে। যেখানে ক্রিকেট অনুরাগীদের টিকিট বিক্রি শুরু হওয়ার পরেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিট কেনার পরামর্শ দেওয়া হয়েছে।

অনুরাগীদের করা হয়েছে সতর্ক: উল্লেখ্য যে, ACC এখনও অফিশিয়ালি এশিয়া কাপের টিকিটের ঘোষণা করেনি। তবে কিছু ভুয়ো ওয়েবসাইট ইতিমধ্যেই এই টিকিট বিক্রি শুরু করেছে। যেখানে ভারত-পাকিস্তানের (Ind vs Pak) ম্যাচের টিকিটের দাম ২৬,২৫৬ টাকা থেকে শুরু করে ১৫.৭৫ লক্ষ টাকায় পৌঁছেছে।
আরও পড়ুন: ফের হাতছাড়া হল সোনা! ডায়মন্ড লিগের ফাইনালে দ্বিতীয় স্থানে নীরজ চোপড়া
এমতাবস্থায়, ACC অনুরাগীদের ওই ভূত ওয়েবসাইটগুলি থেকে টিকিট না কেনার পরামর্শ দিয়েছে। জানিয়ে রাখি যে, আগামী ১৪ সেপ্টেম্বরের পর, আগামী ২১ সেপ্টেম্বর ভারত ও পাকিস্তান (Ind vs Pak) দল আবারও একে অপরের মুখোমুখি হবে। এদিকে, যদি উভয় দল আগামী ২৮ সেপ্টেম্বর সম্পন্ন হতে চলা এশিয়া কাপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে, তাহলে এই টুর্নামেন্টে তৃতীয়বারের মতো তারা মুখোমুখি হতে পারে।