বাংলা হান্ট ডেস্ক: ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ তারকা লিওনেল মেসি (Lionel Messi) এবার একটি বড় প্রতিক্রিয়া দিয়েছেন। মূলত, এবার মেসি তাঁর অবসরের বিষয়ে ইঙ্গিত প্রদান করেছেন। সম্প্রতি অ্যাপল টিভির সঙ্গে কথা বলতে গিয়ে ৩৮ বছর বয়সী মেসি বলেন, আগামী ৫ সেপ্টেম্বর বুয়েনস আয়ার্সে ভেনেজুয়েলার বিরুদ্ধে ওয়ার্ল্ডকাপ কোয়ালিফায়ার তাঁর হয়তো শেষ হোম ম্যাচ হতে পারে। জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই আর্জেন্টিনা ২০২৬-এর বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে এবং ৩৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার টেবিলের শীর্ষে রয়েছে। কিন্তু মেসির জন্য, বুয়েনস আয়ার্সের এস্তাদিও মনুমেন্টালে সম্পন্ন হতে চলা ওই ম্যাচটি বড় আবেগঘন মুহূর্ত তৈরি করতে পারে।
আন্তর্জাতিক কেরিয়ারকে বিদায় জানাবেন মেসি (Lionel Messi)?
লিওনেল মেসি কী জানিয়েছেন: ইন্টার মিয়ামি লিগস কাপের সেমিফাইনালে অরল্যান্ডো সিটিকে হারানোর পর মেসি (Lionel Messi) বলেন, “এটি আমার জন্য বিশেষ হতে চলেছে। এটি একটি অত্যন্ত স্পেশাল ম্যাচ হবে কারণ, এটাই আমার শেষ কোয়ালিফায়ার খেলা।আমি জানি না এর পরে কোনও ফ্রেন্ডলি ম্যাচ হবে কিনা…. তবে হ্যাঁ, এই ম্যাচটি আমার জন্য খুবই বিশেষ এবং সেজন্য আমার পুরো পরিবার আমার সঙ্গে থাকবে। আমার স্ত্রী, আমার সন্তান, আমার বাবা-মা, আমার ভাইবোন এবং আমার স্ত্রীর পক্ষ থেকে আত্মীয়স্বজনরাও থাকবেন। আমি জানি না এরপর কী হবে, কিন্তু এখন আমাদের লক্ষ্য এটাই।”
ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে মেসির রেকর্ড কেমন: উল্লেখ্য যে, মেসি (Lionel Messi) ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে ১৯৩ টি ম্যাচ খেলে রেকর্ড ৩১ টি গোল করেছেন। ওই ম্যাচগুলিতে তিনি আর্জেন্টিনার হয়ে অনেক স্মরণীয় পারফরম্যান্স উপহার দিয়েছেন। ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয় ছিল তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের সবথেকে বড় অর্জন। যা তাঁকে চিরতরে ফুটবল ইতিহাসের মহান খেলোয়াড়দের মধ্যে স্থান করে দিয়েছে।
এদিকে, মেসির আগামী ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের বিরুদ্ধে পরবর্তী কোয়ালিফায়ার ম্যাচ খেলার সম্ভাবনাও রয়েছে। কিন্তু সেই ম্যাচটি দেশের বাইরে হবে। তাই, আগামী ৫ সেপ্টেম্বর বুয়েনস আয়ার্সে সম্পন্ন হতে চলা ম্যাচটিতে সম্ভবত শেষবারের মতো আর্জেন্টিনার ভক্তরা দেশের মাটিতে মেসিকে বিশ্বকাপের কোয়ালিফায়ারে খেলতে দেখবেন।
তবে, যদি এটি সত্যিই মেসির (Lionel Messi) শেষ ম্যাচ হয়, সেক্ষেত্রে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে যে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটাবে তা আর বলার অপেক্ষা রাখে না। যদিও, মেসি এখনও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি।
আরও পড়ুন: লঞ্চের আগেই ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটে কালোবাজারি! দাম পৌঁছল ১৫ লক্ষে, ACC করল সতর্ক
ফুটবলের ইতিহাসে সর্বাধিক আন্তর্জাতিক গোল:
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (পর্তুগাল) – ২২১ ম্যাচ, ১৩৮ গোল
লিওনেল মেসি (আর্জেন্টিনা) – ১৯৩ ম্যাচ, ১১২ গোল
আলি দায়েই (ইরান) – ১৪৮ ম্যাচ, ১০৮ গোল
সুনীল ছেত্রী (ভারত) – ১৫৫ ম্যাচ, ৯৫ গোল
রোমেলু লুকাকু (বেলজিয়াম) – ১২৪ ম্যাচ, ৮৯ গোল
ফুটবলে কোয়ালিফায়ার ম্যাচগুলি কীভাবে সম্পন্ন হয়: উল্লেখ্য যে, CONMEBOL হল একটি নিয়ন্ত্রক সংস্থা। যেটি দক্ষিণ আমেরিকার ফুটবল-সম্পর্কিত দেশগুলিকে পরিচালনা করে। একইভাবে, প্রতিটি মহাদেশের একটি নিয়ন্ত্রক সংস্থা রয়েছে। CONMEBOL-এর নির্দেশিকা অনুযায়ী, বিশ্বকাপ কোয়ালিফায়ারের খেলাগুলি আগামী ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে শুরু হয়েছিল এবং ২০২৫ সালের সেপ্টেম্বরে শেষ হবে।
আরও পড়ুন: ফের হাতছাড়া হল সোনা! ডায়মন্ড লিগের ফাইনালে দ্বিতীয় স্থানে নীরজ চোপড়া
অংশগ্রহণকারী দেশ: আর্জেন্টিনা, বলিভিয়া, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, পেরু, উরুগুয়ে এবং ভেনেজুয়েলা।
কোয়ালিফায়ারের ম্যাচগুলি কীভাবে সম্পন্ন হয়: এক্ষেত্রে প্রতিটি দল হোম অ্যান্ড অ্যাওয়েতে অন্য ৯ টি দলের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলে। এর অর্থ মোট ১৮ টি ম্যাচ। ১৮ রাউন্ডের পর যে দলগুলি শীর্ষ-৬-এ থাকবে তারা সরাসরি ২০২৬-এর ফিফা বিশ্বকাপে খেলার জন্য যোগ্যতা অর্জন করবে। যে দলটি সপ্তম স্থানে থাকবে তাকে ফিফা প্লে-অফ টুর্নামেন্ট খেলতে হবে।