শাহের ‘মাথা কেটে টেবিলে রাখা’র হুঁশিয়ারি? তৃণমূল সাংসদ মহুয়ার বিরুদ্ধে FIR দায়ের বিজেপির

Published on:

Published on:

mahua moitra

বাংলা হান্ট ডেস্কঃ বিপাকে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Maitra)? ‘ওরা খালি অনুপ্রবেশকারীর কথা বলছে। ভারতের সীমান্ত রক্ষার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী। অন্য দেশের মানুষ শয়ে শয়ে এলে অমিত শাহের মাথা কেটে টেবিলে দেওয়া উচিত’। সম্প্রতি এমনই মন্তব্য করেছিলেন মহুয়া মৈত্র। এই নিয়েই এ বার তৃণমূল সাংসদের বিরুদ্ধে সরব বিজেপি (BJP)। ইতিমধ্যেই নদিয়ার কোতয়ালি থানায় মহুয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।

‘মাথা কাটা’ মন্তব্য ভারী পড়বে মহুয়ার উপর? Mahua Maitra

গত ২৬ আগস্ট মহুয়া মৈত্র কৃষ্ণনগরে পাট্টা বিলির অনুষ্ঠানে অনুষ্ঠানের শেষে ‘বিতর্কিত’ মন্তব্য করে বসেন। অনুপ্রবেশ ইস্যুতে বলতে গিয়ে মহুয়া বলেন, “ভারতের সীমান্তরক্ষার দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী। অনুপ্রবেশকারীরা ভারতের জনবিন্যাস বদলে দিচ্ছে বলে স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে দাবি করেছিলেন প্রধানমন্ত্রী। সেই সময় প্রথম সারিতে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জভাবে হেঁ হেঁ করে হাততালি দিচ্ছিলেন।”

এরপরই মহুয়া বলেন, “যদি ভারতের সীমান্ত রক্ষার দায়িত্বে কেউ না থাকে, অন্য দেশের শয়ে শয়ে, লাখে লাখে মানুষ এদেশে ঢুকে পড়ে, তাহলে প্রথমেই স্বরাষ্ট্রমন্ত্রীর মাথা কেটে প্রধানমন্ত্রীর টেবিলে রাখা উচিত।” মহুয়ার এই মন্তব্য নিয়েই শুরু হয় বিতর্ক।

কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপি তরফে। একজন সাংসদ কীভাবে প্রকাশ্যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ‘মাথা কেটে নেওয়া’র কথা বলতে পারেন, সেই প্রশ্ন উঠতের থাকে।

Mahua Moitra

আরও পড়ুন: বাংলা বলায় ‘বাংলাদেশি’ তকমা, কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিয়ে কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের

মহুয়ার মন্তব্য প্রসঙ্গে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেন, “মহুয়াকে দেখলে বোঝা যায় ইংরাজি জানলে যে সঠিক শিক্ষা রয়েছে তা নয়।” নদিয়া উত্তর সাংগঠনিক জেলার মুখপাত্র বিজেপি সন্দীপ মজুমদার বলেন, মহুয়া দেশবিরোধী কথা বলেছেন। একজন সাংসদ হয়ে তিঁনি রাষ্ট্রের বিরোধী কথা বলেছেন।