বাংলাহান্ট ডেস্ক : বাংলা টেলিভিশনের অতি জনপ্রিয় গানের রিয়েলিটি শো ‘সারেগামাপা’ (Saregamapa)। ডান্স বাংলা ডান্স মিটতেই সারেগামাপার ঘোষণা হয়ে গিয়েছে। ইতিমধ্যে সারা হয়েছে অডিশন পর্বও। শুরু হয়েছে পর্বের শুটিং। তবে এবার বেশ কিছু বদল থাকছে সারেগামাপাতে (Saregamapa)। সবথেকে বড় পরিবর্তন হচ্ছে বিচারকের ক্ষেত্রে।
এবার সারেগামাপায় (Saregamapa) নেই ইমন
এবারে বিচারকের আসনে থাকছেন না ইমন চক্রবর্তী। প্রতি বার সারেগামাপায় (Saregamapa) বিচারকের আসনে বাঁধাধরা থাকেন তিনি। কিন্তু এবারে তাঁকে দেখা যাবে না বলেই জানা যাচ্ছে। কারণটা জানা না গেলেও থাকছে আরেকটি বড় চমক। ইমনের পরিবর্তে এই প্রথমবার সারেগামাপায় (Saregamapa) দেখা যাবে সঙ্গীত পরিচালক, গায়ক জিৎ গঙ্গোপাধ্যায়কে।
বিচারক কারা থাকছেন: সংবাদ মাধ্যম সূত্রে খবর, জিৎ গঙ্গোপাধ্যায় ছাড়াও বিচারকের আসনে থাকছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, শান্তনু মৈত্র, রূপম ইসলাম, রূপঙ্কর বাগচী, লোপামুদ্রা মিত্র, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, অন্তরা মিত্র সহ মোট নয় জন। আরও জানা গিয়েছে, এবারের প্রতিযোগীরা গান ছাড়াও বাদ্যযন্ত্রও বাজাতে জানেন বলে খবর।
আরও পড়ুন : ‘লোককে গল্প বানাতে দাও…’, বিচ্ছেদের জল্পনার মাঝে বিষ্ফোরক নুসরত
আরও কঠিন প্রতিযোগিতা: বিচারকের সংখ্যা যেমন বাড়ছে তেমনই প্রতিযোগিতাও (Saregamapa) আরও কঠিন হচ্ছে বলে জানা গিয়েছে। মোট নয় জন বিচারকের মন জিততে পারলে তবেই শোতে এন্ট্রি মিলবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ টক্কর আরও কড়া হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন প্রতিযোগীর গান তাঁরা শুনে নিয়েছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন : সনাতন ধর্মকে অসম্মানের অভিযোগ ফিরহাদের বিরুদ্ধে! TMC-কে ‘হিন্দু বিরোধী দল’এর তকমা শুভেন্দুর
প্রসঙ্গত, সারেগামাপার (Saregamapa) জনপ্রিয়তা বরাবরই থাকে তুঙ্গে। বিভিন্ন জেলার প্রতিযোগীদের মধুর সুরে ভেসে যান শ্রোতারা। কবে থেকে শুরু হবে সারেগামাপার নতুন সিজন, তার অপেক্ষাতেই রয়েছেন সকলে।