বাংলা হান্ট ডেস্কঃ বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের একজোট হচ্ছে বিরোধী শিবির। কংগ্রেসের উদ্যোগে শুরু হওয়া ‘ভোটার অধিকার যাত্রা’-কে কেন্দ্র করে নতুন করে জমাট বাঁধছে বিরোধী ঐক্য। সেই কর্মসূচিতে এবার প্রতিনিধি পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেসও (Trinamool Congress)।
সূত্রের খবর, বিহার জুড়ে ইতিমধ্যেই ‘ভোটার অধিকার যাত্রা’ শুরু করেছে কংগ্রেস। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে এই কর্মসূচিতে যোগ দিয়েছেন ইন্ডিয়া জোটের একাধিক শীর্ষ নেতা। এর সমাপ্তি উপলক্ষে ১ সেপ্টেম্বর পাটনায় হবে মেগা ইভেন্ট। সেই কর্মসূচিতে বিরোধী ঐক্যের প্রদর্শন ঘটাতে কংগ্রেস আমন্ত্রণ জানিয়েছে বিভিন্ন দলকে।
রাহুল গান্ধীর আমন্ত্রণে প্রতিনিধি পাঠাচ্ছে তৃণমূল (Trinamool Congress)
রাহুল গান্ধী সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেও তাঁরা পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে যেতে পারবেন না। তাই দলের (Trinamool Congress) পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে পাঠানো হচ্ছে বহরমপুরের সাংসদ ও প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান এবং উত্তরপ্রদেশের নেতা ললিতেশ ত্রিপাঠীকে। তাঁদের উপস্থিতি ঘাসফুল শিবিরের রাজনৈতিক অবস্থানকেই সামনে আনবে বলে মনে করা হচ্ছে।
এই যাত্রায় সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন-সহ বহু নেতা সরাসরি যোগ দেবেন। শিব সেনা (উদ্ধব গোষ্ঠী)ও প্রতিনিধি পাঠাচ্ছে। তবে আম আদমি পার্টি যেহেতু ইন্ডিয়া জোট থেকে সরে এসেছে, তাই তাদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। রাজনৈতিক মহল মনে করছে, সংসদে কংগ্রেসের সঙ্গে বারবার সমন্বয় রাখা সত্ত্বেও, ইন্ডিয়া জোটে তৃণমূল (Trinamool Congress) নিজের আলাদা জায়গা তৈরি করছে।
বিহারের মঞ্চে বিরোধীদের ঐক্য প্রদর্শনের বার্তা দিতে চাইছে কংগ্রেস। তৃণমূল কংগ্রেসও (Trinamool Congress) প্রতিনিধি পাঠিয়ে সেই ঐক্যের সঙ্গী হচ্ছে। যদিও নেতৃত্বের শীর্ষ সারি উপস্থিত না থাকলেও দলের অবস্থান স্পষ্ট, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বিরোধী শিবিরের সমন্বয় বজায় রাখা।