নতুন রুট খুলতেই ‘হটস্পট’ এসপ্ল্যানেড স্টেশন, ভিড়ের চাপ কমাতে এবার নয়া উদ্যোগ মেট্রো কর্তৃপক্ষের

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : কলকাতা মেট্রো (Kolkata Metro) রুট গুলির ক্ষেত্রে এসপ্ল্যানেড এখন গুরুত্বপূর্ণ স্টেশন হয়ে উঠেছে। কারণ এসপ্ল্যানেড স্টেশনেই এসে মিশেছে ব্লু লাইন এবং গ্রিন লাইন। আগামীদিনে পার্পল লাইনও এই স্টেশনে মিশে যাবে বলে জানা যাচ্ছে। ফলে স্টেশনে ভিড় আরও বাড়বে। চাপ কমাতেই এবার এসপ্ল্যানেড স্টেশন নিয়ে নতুন ভাবনা চিন্তা করছে মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ।

কলকাতা মেট্রোয় (Kolkata Metro) চাপ বাড়ছে এসপ্ল্যানেড স্টেশনে

জানা যাচ্ছে, এসপ্ল্যানেড স্টেশনকে নতুন করে সাজিয়ে তোলার পরিকল্পনা চলছে। ব্লু লাইনের জন্য প্রাথমিক ভাবে তৈরি করা হয়েছিল এসপ্ল্যানেড মেট্রো (Kolkata Metro) স্টেশন। তবে জানা যাচ্ছে, সেসময় সম্ভবত অনুমান করা যায়নি যে ভবিষ্যতে এই স্টেশনেই একাধিক লাইন এসে মিশবে। কিন্তু এখন ভিড় বাড়ায় তা সামলাতে এবার নতুন সাবওয়ে তৈরির কথা ভাবনা চিন্তা করা হচ্ছে বলে খবর।

Kolkata Metro to plan new things for Esplanade station

কী পরিকল্পনা কর্তৃপক্ষের: শোনা যাচ্ছে, এসপ্ল্যানেড স্টেশনের বিষয়ে পরিকল্পনার জন্য একটি উপদেষ্টা সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে। সাবওয়ে তৈরি করা যাবে কিনা তা খতিয়ে দেখবে ওই সংস্থা। এখন যেহেতু গ্রিন লাইন অর্থাৎ ইস্ট ওয়েস্ট মেট্রোও (Kolkata Metro) এসপ্ল্যানেড স্টেশনে এসে মিশেছে তাই ভিড়ের চাপ আরও বেড়েছে। তবে এই স্টেশনে সাবওয়ে তৈরি হলে ব্লু লাইন থেকে গ্রিন লাইনের (Kolkata Metro) স্টেশনে আরও দ্রুত পৌঁছে যাওয়া যাবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন : সনাতন ধর্মকে অসম্মানের অভিযোগ ফিরহাদের বিরুদ্ধে! TMC-কে ‘হিন্দু বিরোধী দল’এর তকমা শুভেন্দুর

ব্লু লাইনে যাত্রী দুর্ভোগ: ইতিমধ্যেই ব্লু লাইনে কয়েকদিন ধরেই যাত্রী দুর্ভোগ চরমে উঠেছে বলে অভিযোগ। বিশেষ করে বৃহস্পতিবার প্রায় ৩০ মিনিট ধরে কোনও মেট্রো (Kolkata Metro) না থাকায় সমস্যায় পড়েছিলেন যাত্রীরা। এমনকি প্রতিটি স্টেশনে প্রায় দশ মিনিট ধরে দাঁড়িয়েছিল মেট্রো। যার জেরে ৩০ মিনিটের রাস্তা আসতে দু ঘন্টা সময় লেগে গিয়েছিল বলে অভিযোগ।

আরও পড়ুন : সেপ্টেম্বরেও বৃষ্টির চোখরাঙানি, দুর্যোগ যাতে ভেস্তে দিতে না পারে উচ্চমাধ্যমিক, বিশেষ উদ্যোগ কাউন্সিলের

উল্লেখ্য, ব্লু লাইন কলকাতা মেট্রোর সবথেকে পুরনো লাইন। কিন্তু বর্তমানে এই লাইনের কবি সুভাষ স্টেশনটি বন্ধ থাকায় এবং  নতুন লাইনের ভিড় যুক্ত হওয়ার জেরে পরিস্থিতি এমন হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে। এমতাবস্থায় ব্লু লাইনের পরিষেবা দ্রুত ঠিক করা হোক, এমনটাই চান যাত্রীরা।