বাংলা হান্ট ডেস্কঃ SSC গ্রুপ সি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলায় বড় পদক্ষেপ নিল সিবিআই। আলিপুর বিশেষ সিবিআই আদালতে চূড়ান্ত চার্জশিট জমা পড়ল। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ ২৮ জন অভিযুক্তের বিরুদ্ধে এই চার্জশিটে অভিযোগ আনা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, নতুন অডিয়ো-ভিডিয়ো ক্লিপ এবং সাম্প্রতিক ভয়েস স্যাম্পল চার্জশিটে উল্লেখ করা হয়েছে।
SSC নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলার চার্জশিটে কাদের নাম?
এই ৪০ পাতার চার্জশিটে নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, SSC-র প্রাক্তন চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য এবং প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার। যদিও তাঁদের নাম আগের চার্জশিটেও ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে নির্দিষ্ট সময়ে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে বলে জানিয়ে সিবিআই দ্রুততার সঙ্গে এই চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে।
সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য এবং শান্তিপ্রসাদ সিনহা। সর্বোচ্চ আদালতের নির্দেশে ইডি মামলার মতোই সিবিআই মামলাতেও একই শর্তে তাঁদের জামিন মঞ্জুর হয়। বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি এনকে সিংয়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেন। তবে এখনও জেল থেকে মুক্তি পাননি প্রাক্তন শিক্ষামন্ত্রী, কারণ তাঁর বিরুদ্ধে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির একাধিক মামলা তদন্তাধীন রয়েছে।
এই মামলার (SSC Recruitment Scam) মাঝেই স্কুল সার্ভিস কমিশন নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গ্রুপ সি পদে ২৯৮৯ এবং গ্রুপ ডি পদে ৫৪৮৮ শূন্যপদে আবেদন আহ্বান করা হয়েছে। ফলে একদিকে যেখানে পুরনো নিয়োগ নিয়ে মামলা চলছে, অন্যদিকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ায় প্রশাসনিক মহলে আলোচনার ঝড় উঠেছে।
আরও পড়ুনঃ রাহুলের মেগা ইভেন্টে কাকে পাঠাচ্ছে তৃণমূল? প্রকাশ্যে এল বড় খবর
SSC গ্রুপ সি নিয়োগ মামলায় (SSC Recruitment Scam) চূড়ান্ত চার্জশিট জমা দিয়ে বিচার প্রক্রিয়া শুরুর রাস্তা সুগম করল সিবিআই। তবে মামলার পরবর্তী পদক্ষেপের উপর নজর থাকবে রাজনৈতিক ও প্রশাসনিক মহলের। একই সঙ্গে নতুন বিজ্ঞপ্তি জারি হওয়ায় রাজ্যের চাকরিপ্রার্থীরাও এখন অপেক্ষা করছেন পরবর্তী নিয়োগ প্রক্রিয়ার জন্য।