পুজোর আগেই মিলবে নিখুঁত লুক! ত্বকের দাগছোপ দূর করতে ভরসা রাখুন এই ঘরোয়া টোটকাগুলিতে

Published on:

Published on:

Skin Care this home remedy will help you get glowing and soft skin two days before Puja

বাংলা হান্ট ডেস্ক: সামনেই মাসে পুজো। আর পুজো আসার আগে বা পুজোর সময় যদি মুখে লালচে ধরনের গোটা ওঠে, তাহলে সাজের পুরো বারোটা বেজে যায়। এছাড়াও পুজোর সময় ত্বক উজ্জ্বল না থাকলে সাজগোজ ঠিক মানায় না। আবার পুজোর আগে ত্বককে উজ্জ্বল করতে অনেকেই পার্লারে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় পার করে আসেন। কিন্তু আপনারা জানেন কি ঘরোয়া এমন কিছু উপকরণ আছে যা দিয়ে আপনি বাড়িতে পেতে পারেন উজ্জ্বল দাগহীন ত্বক (Skin Care)।

পুজোর আগে ত্বকের যত্নে ঘরোয়া উপায়েই মিলবে সমাধান (Skin Care)

সামনেই পুজো। পুজো উপলক্ষে ইতিমধ্যে অনেকেই জামা কাপড় কিনতে শুরু করে দিয়েছেন।আবার অনেকে নিজের ত্বকের পরিচর্যা করার জন্য ঘন্টার পর ঘন্টা সময় পার্লারে কাটাচ্ছেন। কিন্তু জানেন কি, পার্লারে ব্যবহার করা সমস্ত প্রডাক্ট গুলোতে কমবেশি ক্যামিকেল মেশানো থাকে। এর ফলে সাময়িকভাবে আপনার ত্বক উজ্জ্বল হলেও। পরে আপনার ত্বকে আরো নানান ধরনের সমস্যা দেখা যায়। তাই পার্লার অথবা দোকান থেকে কিনে নিয়ে আসা কেমিকাল প্রোডাক্ট গুলি ব্যবহার করে ব্যবহার করুন ঘরোয়া কিছু উপকরণ। যা দিয়ে আপনি পাবেন উজ্জ্বল দাগহীন ত্বক (Skin Care)।

Skin Care this home remedy will help you get glowing and soft skin two days before Puja

আরও পড়ুন: দুর্গাপুজোর আগে ঘর পরিষ্কারে মেনে চলুন এই বাস্তু টিপস! অভাব দূর হয়ে জীবনে আসবে সুখ-শান্তি

হলুদের ফেসপ্যাক: হলুদ ত্বকের জন্য ভীষণ উপকারী। এর মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি। যা ত্বকের দাঁত চোখ তুলতে সাহায্য করে। আপনি যদি সপ্তাহে দুদিন করে হলুদের ফেসপ্যাক লাগাতে পারেন তাহলে আপনার মুখের ত্বক একদিকে যেমন নরম হবে। পাশাপাশি মুখে থাকা সমস্ত দাগ ছোপ দূর হবে (Skin Care)।

নারকেল তেল: নারকেল তেল শুধুমাত্র যে চুলের জন্য উপকারী তা কিন্তু নয়। চুলের পাশাপাশি আপনি এদিকে ত্বকে ব্যবহার করতে পারেন। এমনকি নারকেল তেল দিয়ে সুন্দরভাবে মেকআপ রিমুভ করা যায়। এছাড়াও আপনি যদি এক চামচ নারকেল তেলের মধ্যে মধু মিশিয়ে একটি প্যাক বানিয়ে মুখে মাখতে পারেন। তাহলে আপনার ত্বকের (Skin) জেল্লা খুব তাড়াতাড়ি ফিরবে।

নিমের ফেসপ্যাক: নিমকে প্রধানত অ্যান্টি বায়োটিক হিসাবে ধরা হয়। এছাড় াও মিমের মধ্যে রয়েছে প্রধা ও নাশক উপাদান। যার কারণবশত এটি ব্যাকটেরিয়া সংক্রমণ রোধ করতে পারে। সপ্তাহে আপনি যদি একদিন করে এক চামচ নিম গুঁড়ো গোলাপ জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করে মুখে লাগাতে পারেন। তাহলে আপনার মুখে (Face) দাগ ছোপের পরিমাণ কমে আসবে।