বাংলা হান্ট ডেস্কঃ ভারতে এখনও বহু পুরনো আইন কার্যকর, যেমন, রাস্তায় গরুর দুধ দোয়ানো থেকে শুরু করে পোষা কুকুরকে অনুশীলন না করানো পর্যন্ত নানা ছোটখাটো ঘটনাকে ফৌজদারি অপরাধ বলে ধরা হয়। এমনকি জরুরি গাড়িকে রাস্তা না-ছাড়লেও জেল হতে পারে। তবে এ বার সেই আইনগুলিতে বড় বদলের পথে হাঁটল কেন্দ্র। বাদল অধিবেশনে লোকসভায় পেশ হল ‘জনবিশ্বাস (বিধি সংশোধনী) বিল, ২০২৫’ (Jan Vishwas Bill)।
নতুন বিলে (Jan Vishwas Bill) মোট ৩৫৫ টি ধারা সংশোধন হবে
নতুন বিলে (Jan Vishwas Bill) প্রস্তাব দেওয়া হয়েছে মোট ৩৫৫টি ধারার সংশোধনের। এর মধ্যে ২৮৮টি ধারাকে ‘অপরাধমুক্ত’ করা হবে। বাকি ৬৭টি ধারায় এমনভাবে সংশোধনের কথা বলা হয়েছে, যাতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন আরও সহজ হয়। মোটরগাড়ি আইন, নয়াদিল্লি পুরসভা কাউন্সিল আইন, চা আইন-সহ একাধিক আইনে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
ভারতের সংশোধনাগারগুলিতে বন্দিসংখ্যা বরাবরই অতিরিক্ত। বিচারাধীন বন্দিরা জায়গার সঙ্কট আরও বাড়ান। আদালতের রেকর্ড বলছে, চলতি বছরের ২৪ অগস্ট পর্যন্ত ৩.৫ কোটির বেশি ফৌজদারি মামলা জেলা আদালতে বিচারাধীন রয়েছে। এর মধ্যে ২.৩ কোটিরও বেশি মামলা এক বছরের বেশি সময় ধরে ঝুলে আছে। ছোটখাটো ঘটনায় মামলা দায়ের হলে বিচারব্যবস্থার উপর অযথা চাপ পড়ে। সেই চাপ কমাতেই এই উদ্যোগ।
নতুন আইনে (Jan Vishwas Bill) কী কী পরিবর্তন হবে?
এই বিলে (Jan Vishwas Bill) বলা হয়েছে, অনেক ক্ষেত্রে প্রথমবার নিয়ম ভাঙলে শাস্তি নয়, শুধু সতর্ক করে ছেড়ে দেওয়া হবে। যেমন, ওজন পরিমাপে গরমিল ধরা পড়লে আগে এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতো। নতুন বিলে প্রথমবার ধরা পড়লে সতর্কবার্তা দেওয়া হবে। একইভাবে, হর্ন বাজানো, অর্থাৎ নিষিদ্ধ এলাকায় অযথা হর্ন বাজালে প্রথমবার সতর্ক করা হবে, পরের বার জরিমানা। এমনকি, জরুরি যানবাহনকে রাস্তা না-ছাড়লে আগে জেল বা জরিমানা হতো, এখন প্রথমবার কেবল জরিমানা হবে। তবে বারবার আইন ভাঙলে তখনই কারাদণ্ডের বিধান থাকবে।
আরও পড়ুনঃ SSC গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট জমা, ফের বিপাকে পার্থ সহ ২৮ জন
২০২৩ সালে প্রথমবার ‘জনবিশ্বাস বিল’ (Jan Vishwas Bill) পেশ হয়েছিল, যেখানে ১৮৩টি ধারাকে ‘অপরাধমুক্ত’ করা হয়। এ বার দ্বিতীয় দফায় আরও বড় পদক্ষেপ নিল কেন্দ্র। আইন বিশেষজ্ঞদের মতে, ছোটখাটো অপরাধের জন্য জেল নয়, জরিমানা বা সতর্কবার্তার বিধান চালু হলে বিচার ব্যবস্থার চাপ কমবে। পাশাপাশি গুরুতর মামলার দ্রুত নিষ্পত্তিও সম্ভব হবে।