বাংলা হান্ট ডেস্কঃ আর এক মাসও বাকি নেই দুর্গাপুজোর। তার আগে সমানে বাড়ছে সোনার দাম (Gold Price Today)। উৎসবের মরসুমে সোনার দাম ঊর্ধ্বমুখী। রিপোর্ট বলছে, বিগত এক বছরে প্রায় ৪৫ শতাংশ সোনার দাম বেড়েছে। আজ রবিবার ছুটির দিনে কত হল সোনার দাম (Gold Price)? এক নজরে দেখে নিন আজকের রেট।
একনজরে সোনা ও রুপোর দাম | Gold Price
২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম এদিন হল ১০ হাজার ৪৯৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম সোনা কিনতে খরচ হবে ১ লক্ষ ৪ হাজার ৯৫০ টাকা। আর ১০০ গ্রাম সোনা কিনতে খরচ হবে ১০ লক্ষ ৪৯ হাজার ৫০০ টাকা। গতকালও একই ছিল সোনার দাম।
সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে।
২২ ক্যারেটের ক্ষেত্রে এদিন ১ গ্রাম সোনার দাম হল ৯ হাজার ৬২০ টাকা। ১০ গ্রাম সোনার দাম হল ৯৬ হাজার ২০০ টাকা। ৯ লক্ষ ৬২ হাজার টাকা। ১৮ ক্যারেটের সোনার দামও লাগাতার বেড়েই চলেছে। এদিন ১ গ্রাম ১৮ ক্যারেটের সোনার দাম হল ৭ হাজার ৮৭১ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৭৮ হাজার ৭১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ৮৭ হাজার ১০০ টাকা। গতকালও একই ছিল দাম। এদিনও তা অপরিবর্তিত রয়েছে।
আরও পড়ুন: সোমে সুপ্রিম কোর্টে উঠবে DA মামলা, তার আগেই সরকারি কর্মীদের জন্য বড় সুখবর এল!
বিশেষজ্ঞরা বলছেন, উৎসবের আবহে খুব শীঘ্রই সোনার দাম আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। চলতি বছর শেষেই অনেকটা বাড়তে পারে সোনার দাম। যদিও সবটাই অনুমান। এদিকে সোনার দাম বাড়লেও রুপোর দাম বাড়েনি এদিন। ৩১ আগস্ট রবিবার ১ কেজি রুপোর দাম রয়েছে ১ লক্ষ ২১ হাজার টাকা।