বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরের শুরুতেই কোমর বেঁধে নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) তদন্তে নেমেছেন গোয়েন্দারা। আগেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় (Primary Recruitment Scam) নাম জড়িয়েছিল বীরভূমের নলহাটির ২ নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি বিভাস অধিকারীর (Bibhas Adhikari)। নিয়োগ দুর্নীতি নিয়ে এর আগেও বহুবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (CBI) মুখোমুখি হন এই বিভাস। সোমবার ফের তিনি কলকাতার সিবিআই দফতরে হাজিরা দিলেন। এদিন বেলা ১২টা নাগাদ নিজাম প্যালেসে আসেন এক সময়ের ‘প্রভাবশালী’ তৃণমূল নেতা বিভাস অধিকারী।
অতীতেও বিভাসকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তার বীরভূমের বাড়িতেও তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার বাড়িতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল সাংবাদিকদের। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর সূত্র ধরেই বিভাসের নাম উঠে আসে। তিনি বিধায়কের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত ছিলেন।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় এখনও জেলবন্দি মানিক ভট্টাচার্য। আগে তদন্তে নেমে এই বিভাস অধিকারীর বিপুল সম্পত্তির হদিস পেয়েছিল তদন্তকারী সংস্থা। জানা যায়, একসময় বেসরকারি বিএড এবং ডিএলএড কলেজ সংগঠনের প্রাক্তন সভাপতিও ছিলেন বিভাস। নলহাটিতে বিভাসের বিশাল বাড়ি এবং আশ্রমও রয়েছে। সেখানেও তল্লাশি চালিয়েছে সিবিআই।
এই নিয়ে তিনবার সিবিআই-এর ডাক পেলেন বিভাস। এর আগেও সিবিআই এর মুখোমুখি হন বিভাস। নথিও জমা দেন তিনি। কিছুদিন আগে বিভাসকে ফের তলব করেছিল সিবিআই। যদিও পূর্বনির্ধারিত কর্মসূচি রয়েছে সেই কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়ে যান। সূত্রের খবর, আজ নিজাম প্যালেসে তার বয়ান রেকর্ড করতে পারে সিবিআই।
আরও পড়ুন: তৃণমূলের পার্টি অফিসেই ধর্ষণ করেছে শাহজাহান! রাজ্যের কাছে রিপোর্ট তলব করল মহিলা কমিশন
গরু পাচার মামলায় ধৃত তৃণমূল নেটক অনুব্রত মণ্ডলের সঙ্গেও বিভাসের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে জানা যায়। উত্তরবঙ্গ-সহ একাধিক জেলায় অর্থের বিনিময়ে নিয়োগে বিভাসের হাত ছিল বলে দাবি তদন্তকারীদের। যদিও প্রথম থেকেই নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ করেছেন বিভাস। সোমবার বেশ কিছু নথি নিয়ে বিভাস সিবিআই দপ্তরে হাজিরা দেন বলে সূত্রের খবর।