গ্রাহকদের আস্থা বাড়াতে রুপোর গয়নাতেও আসছে ইউনিক কোড ব্যবস্থা

Updated on:

Updated on:

Silver Hallmark after gold now silver jewelry also has transparency assurance

বাংলা হান্ট ডেস্ক: সোনার পর এবার হলমার্কিং বাধ্যতা হতে চলেছে রুপোর গয়নার ওপরে (Silver Hallmark)। কারণ, হলমার্কিং বাধ্যতামূলক হওয়ার পরে সোনার গয়না কেনার ক্ষেত্রে ক্রেতাদের প্রতারণা ঘটনা অনেকটাই কমেছে। সেই বিষয়কে মাথায় রেখে এবার রুপোর গয়নায় হলমার্কিং লোগোর সঙ্গে একটি করে ইউনিক নম্বর চালু হতে চলেছে সেপ্টেম্বর মাস। অর্থাৎ সোনার মতন রুপোতেও চালু হতে চলেছে হলমার্কিং ইউনিক আইডেন্টিফিকেশন বা এনচইউআইডি।

সোনার পর এবার রুপোর গয়নাতেও থাকছে স্বচ্ছতার নিশ্চয়তা (Silver Hallmark)

সোনা (Gold) হোক কিংবা রুপো (Silver) সাধারণ মানুষের কাছে এই দুটি ধাতুর মূল্য অনেকটাই। এই দুটি ধাতু অনেকে ভবিষ্যতের সঞ্চয় হিসাবে ও কিনে রাখেন। তবে অনেক সময় এই ধাতু কিনতে গিয়ে বহু ক্রেতা প্রতারণার শিকার হন। সেই প্রতারণার শিকারের ঘটনা কমানোর জন্য হলমার্কিং ব্যবস্থা বাধ্যতামূলক করা হয় সোনার উপরে (Silver Hallmark)।

কারণ ২২ ক্যারেট বলে গ্রাহকদের এখন নিম্ন মানের সোনার (Gold) গয়না গছিয়ে দেওয়া অত সহজ নয়। যার কারণ-বশত তো প্রতিদিন সোনার গয়নার গায়ে এখন হলমার্কিং লোগোর সঙ্গে একটি করে ইউনিক নম্বর থাকে। গ্রাহক চাইলে সেই নম্বরে মাধ্যমে যাচাই করে নিতে পারে সোনার শুদ্ধতা। এবার সোনার পাশাপাশি ক্রেতারা একই রকম ভাবে রুপোর শুদ্ধতা যাচাই করতে পারবে। সূত্রের খবর, সেপ্টেম্বর মাস থেকেই এই সুবিধা চালু হতে চলেছে রুপোর (Silver) ক্ষেত্রে। তবে আপাতত এটি বাধ্যতামূলক না হলেও ভবিষ্যতে এই হলমার্কিং এর সম্ভাবনা প্রবল আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Silver Hallmark after gold now silver jewelry also has transparency assurance

আরও পড়ুন: মধ্যশিক্ষা পর্ষদের নয়া নির্দেশ! উচ্চমাধ্যমিক পরীক্ষার পর আর ছুটি নয়, পড়ুয়াদের জন্য জারি হল নতুন নিয়ম

বিশেষজ্ঞরা আরও মনে করছেন, এই নতুন নিয়মের ফলে ক্রেতারা লাভবান হবেন। এছাড়াও ক্রেতাদের অতিরিক্ত টাকা গুনতে হবে না। প্রসঙ্গত বর্তমানে সোনার (Gold) দাম আকাশচুম্বী। দিনে দিনে সোনার দাম মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। শুধুমাত্র যে সোনার দাম বৃদ্ধি পেয়েছে তা নয়। সোনার (Gold) পাশাপাশি রুপোর দাম (Silver) আকাশ ছুঁয়েছে। ইতিমধ্যে কলকাতার বাজারে রুপালি ধাতুর দাম এক লক্ষ টাকা ছাড়িয়েছে। যার ফলে রুপো কিনতে গিয়ে পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তদের।

তবে এই হলমার্কিং এর বিষয়ে আগেই ঘোষণা করেছিল বিআইএস। যদিও তাদের প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট কয়েকটি মহলে সংশয় ছিল। কিন্তু এবার সব জল্পনায় জল ঢেলে সর্বশেষ বিজ্ঞপ্তিতে দেশের সর্বোচ্চ মান নিয়ামত সংস্থা জানিয়ে দিয়েছে, নির্দিষ্ট দিনের উপতাও এবার থেকে চালু হতে চলেছে হলমার্কিং ইউনিক আইডেন্টিফিকেশন। এর ফলে সোনার (Gold) মতন রুপোর (Silver) ক্ষেত্রে গ্রাহকেরা এই ইউনিক নম্বরের মাধ্যমে অনলাইনে এর মূল্য তা যাচাই করতে পারবে। পাশাপাশি প্রতিটা দোকানদারদের ক্ষেত্রে আপাতত এটি বাধ্যতামূলক নয়। অর্থাৎ আপাতত ব্যবসায়ীরা হলমার্ক ছাড়া রুপোর গয়না বিক্রি করতে পারবেন।