সেপ্টেম্বরে একের পর এক নিম্নচাপ! পুজোতেও ভারী বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে? আগাম পূর্বাভাস

Published on:

Published on:

weather update

বাংলা হান্ট ডেস্ক: অক্টোবর নয়, এবার পুজো সেপ্টেম্বর মাসে। আগে থেকেই আশঙ্কা করা হচ্ছিল এবার পুজো কাটবে মাথার উপর ছাতা নিয়ে। এরই মধ্যে এবার আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) যা পূর্বাভাস (Weather Update) দিচ্ছে, তা যথেষ্টই উদ্বেগের। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর মায়ানমার সংলগ্ন এলাকায় থাকা ঘূর্ণবর্তআগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপের রূপ নিতে পারে। এর জেরে আপাতত বৃষ্টি চলবে রাজ্যে।

আবহাওয়া দপ্তর বলছে পুজোর মাসে অর্থাৎ সেপ্টেম্বরে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। প্রায় ৯ শতাংশ বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। চলতি সপ্তাহে শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই সোমবার থেকে শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

১১ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির পূর্বাভাস মূলত নেই এই সময়ে। এরপর ১২-১৮ সেপ্টেম্বর পর্যন্ত ওড়িশা-মধ্যভারত, উত্তর ভারতে বৃষ্টির পূর্বাভাস। ভিজবে দক্ষিণবঙ্গও। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে কোথাও কোথাও। এর পরের সপ্তাহ থেকে বর্ষা বিদায় নেওয়ার পূর্বাভাস রয়েছে।

South Bengal Weather 8 districts of South Bengal to get wet on the first day of the week weather update

পুজোর সময় কেমন থাকবে আবহাওয়া? Weather Update

মহালয়ার সপ্তাহে সেভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস না থাকলেও পুজোয় জোর বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর বলছে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে পূর্ব ভারতে অর্থাৎ বঙ্গোপসাগরের পাশে বাংলাদেশ, দক্ষিণবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরবঙ্গ, সিকিম এই সমস্ত জায়গায় স্বাভাবিকের থেকে অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা। প্রচুর বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পুজোর কয়েকদিন আগেই। তবে পুজোর এখনও ২৫-২৬ দিন মত বাকি আছে। দিন সামনে এলে আবহাওয়া দপ্তরের তরফে স্পষ্ট পূর্বাভাস মিলবে।

South Bengal Weather low pressure is taking a terrifying turn disasters are again in the two states of Bengal

আজ কেমন থাকবে আবহাওয়া?

নিম্নচাপের জেরে আজ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়া এই সাত জেলায়। বৃহস্পতিবারও একই রকম থাকবে পরিস্থিতি। এরপর বৃহস্পতিবার হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বৃষ্টির পূর্বাভাস। জারি রয়েছে হলুদ সতর্কতা। শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। উত্তরবঙ্গেও শনিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির ডবল ডোজ চলবে।