“ওর বয়স আদৌ ১৪ বছর?” বৈভবের দিকে সরাসরি প্রশ্ন তুললেন টিম ইন্ডিয়ার এই খেলোয়াড়

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেটে একজন নতুন তারকা আবির্ভূত হচ্ছেন। যার নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মাত্র ১৪ বছর বয়সে এই তরুণ ব্যাটার তাঁর বিস্ফোরক ব্যাটিং দিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন। ২০২৫ সালের IPL-এ বৈভব তাঁর প্রতিভার প্রমাণ দিয়ে একটি ঐতিহাসিক ইনিংস খেলেন। যেখানে তিনি মাত্র ৩৮ বলে ১০১ রানের দুর্দান্ত সেঞ্চুরি করে কেবল ক্রিকেট অনুরাগীদের মন জয় করেননি, পাশাপাশি IPL-এর ইতিহাসে সবথেকে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ডও গড়েছেন। ওই ইনিংসটি ছিল IPL-এর দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি।সম্প্রতি, রাজস্থান রয়্যালসের অভিজ্ঞ খেলোয়াড় নীতিশ রানা বৈভব সূর্যবংশী সম্পর্কে একটি বড় প্রতিক্রিয়া দিয়েছেন। যেটি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) বিষয়ে কী জানালেন নীতীশ রানা:

বৈভব সূর্যবংশী সম্পর্কে নীতিশ রানা কী জানিয়েছেন: উল্লেখ্য যে, নীতিশ রানার নেতৃত্বে, ওয়েস্ট দিল্লি লায়ন্স সম্প্রতি দিল্লি প্রিমিয়ার লিগ ২০২৫-এর শিরোপা জিতেছে। এই স্মরণীয় জয়ের পর, তিনি একটি সাক্ষাৎকার দেন. যেখানে উপস্থাপক রানাকে তাঁর রাজস্থান রয়্যালস সতীর্থদের সম্পর্কে এমন কিছু কথা বলতে বলেন যা দর্শকরা জানেন না।

This Team India player raised questions towards Vaibhav Suryavanshi.

সেই সময়, যখন নীতিশ রানার সামনে বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) নাম নেওয়া হয়েছিল, তখন তিনি মজা করে বলেছিলেন, “ওর বয়স কী মাত্র ১৪ বছর নাকি?” সঞ্জু স্যামসন সম্পর্কে তিনি প্রশ্ন করেন, আগামী বছর তিনি (সঞ্জু) কোথায় খেলবেন। এছাড়াও, তিনি জোফরা আর্চার সম্পর্কে বলেন যে আর্চার ফুটবলের একজন বড় ভক্ত।

আরও পড়ুন: ভারতীয়রা তো ক্ষুব্ধই! অতিরিক্ত শুল্ক চাপিয়ে এবার নিজের দেশেও কড়া সমালোচনার সম্মুখীন ট্রাম্প

জানিয়ে রাখি যে, ২০২৫ সালের IPL-এর সময়ে বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) বয়স নিয়ে একাধিকবার প্রশ্ন তোলা হয়েছিল। নিলামের সময়ে তাঁর বয়স ছিল মাত্র ১৩ বছর। যদিও ২০২৫-এর মরশুমে IPL-এ অভিষেক ম্যাচ খেলার আগে, তিনি দলের সাথে তাঁর ১৪ তম জন্মদিন উদযাপন করেছিলেন। তখনও তাঁর বয়স নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। তবে, BCCI তার বোন টেস্ট করিয়েছে। বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) বাবা সঞ্জীব সূর্যবংশী এক সাক্ষাৎকারে বলেছিলেন, “যখন বৈভবের বয়স সাড়ে আট বছর, তখন প্রথমবারের মতো BCCI-এর বোন টেস্টের পরীক্ষা দিয়েছে। আমরা কাউকে ভয় পাই না। বৈভব আবার ‘এজ টেস্ট’ দিতে পারে।”

আরও পড়ুন: চলতি মাসেই আসছে টাটা গ্রুপের সবথেকে বড় IPO! এই দিন শেয়ার বাজারে করবে “ডেবিউ”

নীতীশ রানা দলকে চ্যাম্পিয়ন করেছেন: জানিয়ে রাখি যে, নীতীশ রানা এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে ১ টি ODI এবং ২ টি T20 ম্যাচ খেলেছেন। দিল্লি প্রিমিয়ার লিগের এই মরশুমটি তাঁর জন্য খুবই স্মরণীয় ছিল। ওয়েস্ট দিল্লি লায়ন্সকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিলেন নীতীশ রানা। এই মরশুমে তিনি ১১ টি ম্যাচ খেলে ৬৫.৫০ গড়ে ৩৯৩ রান করেছেন। নীতীশ ১৮১.৯৪ স্ট্রাইক রেটে এই রান করেন। শেষ ম্যাচেও তিনি ৭৯ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন।