পুজোর মাস পড়তেই সস্তা ইলিশ, ছোট মাছে মন ভরাতে হবে না, কত পড়বে কেজি খানেকের দাম?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : পুজো যত এগিয়ে আসছে ততই মাথাচাড়া দিয়ে উঠছে একটি প্রশ্ন, ইলিশ (Hilsa Fish) এবার পাতে পড়বে বাঙালির? বর্ষার মরশুমের প্রথম থেকেই ইলিশের দাম ছিল মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে। ৭০০-৮০০ গ্রাম মাছের দামও ছিল প্রায় হাজার টাকা। ইলিশের (Hilsa Fish) ওজন কেজির উপরে উঠলেই অধিকাংশ মধ্যবিত্তের সামর্থ্যের বাইরে চলে যায়। উপরন্তু প্রতিকূল আবহাওয়ার সমস্যা তো রয়েছেই। তবে এবার সেপ্টেম্বর মাস পড়তেই এল সুখবর।

ফের প্রতিকূল আবহাওয়ার সতর্কবার্তা ইলিশ (Hilsa Fish) ধরায়

দু তিন দিন আগেও জালে পড়েছে ইলিশ। তবে এ বছর আবহাওয়ার প্রতিকূলতা লেগেই রয়েছে। বারংবার সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে মৎস্যজীবীদের জন্য। সম্প্রতি আবারও নিম্নচাপের সতর্কতা জারি হয়েছে! এমতাবস্থায় বাধ্য হয়ে ফিরে এসেছেন মৎস্যজীবীরা।

Hilsa fish price may go down before puja

নদীতে এসেছে ইলিশের ঝাঁক: তবে একটি ভালো খবরও এসেছে ইলিশ (Hilsa Fish) প্রেমীদের জন্য। জানা যাচ্ছে, এবার নিম্নচাপ কেটে মৎস্যজীবীরা ফের সমুদ্রে যেতে পারলেই প্রচুর পরিমাণে ইলিশ উঠবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা। কারণ এখন সমুদ্র ছাড়াও সাগর সংলগ্ন নদী এবং খাঁড়িতেও ইলিশের (Hilsa Fish) ঝাঁক এসেছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন : ভোগান্তি চরমে ব্লু লাইনে, বুধবার থেকেই বদল, দমদম-শহিদ ক্ষুদিরাম রুটে শেষ মেট্রো নিয়ে বড় আপডেট

কত কমবে দাম: আবহাওয়া দফতর বলছে, এবছর রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। বারংবার নিম্নচাপের জেরে মৎস্যজীবীরা সমুদ্রে যাওয়ায় বাধা পেয়েছেন ঠিকই। তবে এতে ইলিশের (Hilsa Fish) উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ইলশেগুঁড়ি বৃষ্টি আর পূবালী হাওয়াতেই সবথেকে ভালো ইলিশ ওঠে বলে জানান বিশেষজ্ঞরা। তাই মৎস্যজীবীরা সমুদ্রে যেতে না পারলে সে সময়ও ইলিশ (Hilsa Fish) বেড়ে ওঠার সুযোগ পেয়েছে। উপরন্তু ছোট মাছগুলি নদীতেও চলে এসেছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন : বিমানবন্দরের পর এবার রেলেও হুইল চেয়ারের পরিষেবা, হাওড়া স্টেশনেও রয়েছে! কীভাবে বুক করবেন?

বাজারে আগে ১ কেজি ওজনের ইলিশের দাম ছিল প্রায় ২০০০ টাকার কাছাকাছি। এখন তা কমে দাঁড়িয়েছে প্রায় ১৬০০ টাকায়। ৫০০-৭০০ গ্রাম ওজনের ইলিশও এখন বিকোচ্ছে ১০০০ টাকা প্রতি কেজিতে। এবারে মৎস্যজীবীরা মাছ ধরতে গেলে দাম আরও কমবে বলেই আশার আলো দেখছেন ব্যবসায়ীরা।