বাংলাহান্ট ডেস্ক:- শোক কাটিয়ে ওঠার আগেই ফের কাঁপল আফগানিস্তান (Afghanistan) । রবিবার রাতের ভয়াবহ ভূমিকম্পের পর মঙ্গলবার ফের কেঁপে উঠল কুনার প্রদেশ। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ধরা পড়েছে ৫.২। তবে নতুন এই কম্পনে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। তবুও আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। কারণ রবিবার রাতের ভূমিকম্পে এখনও স্বজনহারা মানুষরা বেদনার ঘোর থেকে বেরোতে পারেননি।
ফের ভূমিকম্প আফগানিস্তানে (Afghanistan)
রবিবার রাতে আফগানিস্তানের (Afghanistan) পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশ ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছিল। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৬.০। জালালাবাদ থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে ছিল ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কুনার প্রদেশ। সেখানেই মৃত্যু হয় ১,৪০০ জনেরও বেশি মানুষের। আহত হন ৩,১০০ জনের বেশি। পাঁচ হাজার চারশো’রও বেশি বাড়ি ভেঙে গুঁড়িয়ে যায়। এছাড়া পার্শ্ববর্তী নানগরহর প্রদেশেও বেশ কয়েকজনের মৃত্যু হয়। আহত হন একশোরও বেশি মানুষ।
আরও পড়ুন:- সন্ত্রাস রুখতে ভারতের পাশে থাকার আশ্বাস চিনের! জানতে পেরেই জিনপিংয়ের সঙ্গে বৈঠক উতলা মুনিরের
ভয়াবহ এই দুর্যোগের পর বহু মানুষ এখনও গৃহহারা। অনেকেই এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এহসানউল্লাহ এহসান নামে কুনার প্রদেশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর মুখপাত্র জানান, মঙ্গলবার ফের আফগানিস্তানের (Afghanistan) কুনারের একই এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে আপাতত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। কিন্তু নতুন কম্পন পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে।
আফগানিস্তান (Afghanistan) সরকারের মুখপাত্র হামদুল্লাহ ফিতরত বলেন, বহু ক্ষতিগ্রস্ত এলাকায় এখনও পৌঁছনো সম্ভব হয়নি। রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। ফলে উদ্ধারকারীদের কাজ ব্যাহত হচ্ছে। তবে তিনি আশ্বস্ত করেন যে, বিশ্বের একাধিক দেশ আফগানিস্তানকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। উদ্ধার ও ত্রাণ পৌঁছনোর চেষ্টা চলছে।
আরও পড়ুন:-“ওর বয়স আদৌ ১৪ বছর?” বৈভবের দিকে সরাসরি প্রশ্ন তুললেন টিম ইন্ডিয়ার এই খেলোয়াড়
ভয়াবহতার সাক্ষ্য দিচ্ছেন আফগানিস্তানের (Afghanistan) সাধারণ মানুষও। ওয়াদির গ্রামের বাসিন্দা ওবাইদুল্লাই স্টোমন জানান, তিনি নিজের বন্ধুকে খুঁজতে ধ্বংসস্তূপের মধ্যে গিয়েছিলেন। সেখানে যা দেখেছেন, তা বর্ণনা করা কঠিন। চারপাশ জুড়ে কেবল ভাঙা ইট-পাথর আর ধ্বংসস্তূপ। বহু বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। তাঁর কথায়, বন্ধুকে খুঁজে পাননি, তবে যা দেখেছেন তা যন্ত্রণাদায়ক এবং হৃদয়বিদারক।
আফগানিস্তান (Afghanistan) এমনিতেই বহু বছর ধরে যুদ্ধ, দারিদ্র্য ও রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত। তার মধ্যে বারবার ভূমিকম্প এই দেশকে আরও নাজুক করে তুলছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দুই ভূমিকম্প মানুষের মনে আতঙ্ক আরও গভীর করেছে। এখনও ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র স্পষ্ট নয়, তবে দেশজুড়ে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। আন্তর্জাতিক মহলের সাহায্যে পুনর্গঠন ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কাবুল প্রশাসনের কাছে।