বাংলা হান্ট ডেস্ক: ফের বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আবার কখনও উঠছে রোদ। আবহাওয়ার খামখেয়ালি মেজাজে জেরবার সাধারণ মানুষ। আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত বৃষ্টির হাত থেকে রেহাই নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বুধবারও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি চলবে একাধিক জেলায়।
দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে টানা | South Bengal Weather
বঙ্গোপসাগরে ফুঁসছে একটি নিম্নচাপ। এর জেরেই ফের বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আবহাওয়া দপ্তর বলছে, আজ ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামের একটি বা দুটি অংশে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিও ভিজবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টি চলবে টানা। সঙ্গে দোসর হবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার আরও বাড়বে বৃষ্টি। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় ঝড়-বৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এরপর শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। হলুদ সতর্কতা জারি রয়েছে।
উত্তরবঙ্গে বৃষ্টি হলেও তাপমাত্রা বাড়ছে। বুধবার উত্তরের জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারের কিছু অংশে ভারী বর্ষণের পূর্বাভাস। এ ছাড়া বাকি পাঁচটি জেলার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।