বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) বর্তমানে সরগরম রাজ্য-রাজনীতি। এরই মধ্যে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সিবিআইয়ের দায়ের করা নবম-দশম শ্রেণির মামলায় নিম্ন আদালতে জামিন পেলেন পার্থ। তৃণমূলের প্রাক্তন মহা সচিবের জামিন মঞ্জুর করেছে আলিপুর বিশেষ আদালত।
৭০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পার্থর | Partha Chatterjee
নবম-দশম শ্রেণির নিয়োগ দুর্নীতির মামলায় পার্থকে গ্রেফতার করা হয়নি। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দেওয়া চার্জশিটে নাম ছিল পার্থর। বুধবার আদালতে হাজিরা দিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। নিম্ন আদালতে তিনি জামিনের আবেদন করলে তা মঞ্জুর হয়েছে। সূত্রের খবর, ৭ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন পার্থ। তবে জামিন পেলেও এখনই জেলমুক্তি হচ্ছে না পার্থবাবুর।
সম্প্রতি সিবিআই-এর গ্রুপ সি মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন পার্থ। এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির মামলাতেও জামিন মিলেছে। তবে একের পর এক মামলায় জামিন মিললেও এখনই জেলমুক্ত হতে পারবেন না পার্থ। কারণ প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলা রয়েছে।
প্রসঙ্গত, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২২ জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করে ইডি। তারপর থেকেই প্রাক্তন মন্ত্রীর ঠিকানা প্রেসিডেন্সি জেল। সেবছর জুলাই মাসেই পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়ে নগদ প্রায় ৫০ কোটি টাকা সহ কেজি কেজি সোনার গয়না উদ্ধার করে তদন্তকারী সংস্থা। কাঁড়ি কাঁড়ি টাকার পাহাড় উদ্ধারের পর গ্রেফতার করা হয় অর্পিতাকেও।
নিয়োগ দুর্নীতিতে মামলায় ইতিমধ্যেই অর্পিতা মুখোপাধ্যায়, মানিক ভট্টাচার্য সহ নিয়োগ দুর্নীতি মামলায় একে একে সকলেই জামিন পেয়েছেন। তবে পার্থর জেলমুক্তি হচ্ছে না এখনও। এমন একটি সময় পার্থর জামিন পেলেন যখন নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল গোটা রাজ্য। এসএসসি নিয়োগ দুর্নীতির অভিযোগে এসএসসির ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। যার জেরে বর্তমানে প্রায় ২৬ হাজার জন চাকরিহারা।