বাংলা হান্ট ডেস্ক : নির্বাচনের আগে দলবদলের ঘটনা তুঙ্গে। গতকালই মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বান (Ashok Chouhan) বিজেপির দলে নাম লিখিয়েছেন। আর এবার এই বিষয়টা নিয়ে বিজেপিকে (BJP) তোপ দাগলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। কটাক্ষ শানিয়ে তিনি বলেন, ‘এই রেটে তো বিজেপি আমাকেও দলে নিতে চাইবে’।
এইদিন রাম মন্দিরের প্রসঙ্গ উত্থাপন করে মহুয়া মৈত্র লেখেন, ‘আমি ভেবেছিলাম, ২০২৪ সালের নির্বাচনে ৪০০টি আসন ইতিমধ্যেই নিশ্চিত করে দিয়েছেন রাম লালা। তাহলে বিজেপি কেন মরিয়া হয়ে এমন সব নেতাদের দলে নিচ্ছে, যাদের তারা নিজেরাই ‘দুর্নীতিগ্রস্ত’ বলে নিন্দা করে এসেছে?’ এখানে বলে রাখা ভালো, কংগ্রেসের আমলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী থাকার সময় আদর্শ আবাসন দুর্নীতিতে নাম জড়িয়েছিল অশোক চহ্বানের।
দিনকয়েক আগে যে শ্বেতপত্র প্রকাশ্যে আসে তাতেও উল্লেখ ছিল সেই দুর্নীতির কথা। আর এখন সেই অশোক চহ্বানকেই দলে নিল বিজেপি। প্রসঙ্গত উল্লেখ্য, এই আদর্শ আবাসন তৈরি হয়েছিল দক্ষিণ মুম্বাইয়ের কোলাবার অভিজাত এলাকায়। মূলত কার্গিল যুদ্ধে শহিদ সেনাদের স্ত্রী ও ভারতীয় সেনাবাহিনীর জন্য তৈরি করা হয়েছিল এই আবাসন।
আরও পড়ুন : ‘২ টাকা’র আড়ালেই ফুলেফেঁপে উঠছিল শাহজাহানের কোষাগার! দুর্নীতির গন্ধ সন্দেশখালির ফেরিঘাটেও
তবে মাঝে অভিযোগ ওঠে, অবৈধভাবে এই নির্মাণের দখলদার হয়ে ওঠে মহারাষ্ট্রের তৎকালীন মন্ত্রী-আমলারা। শোনা যায়, অশোক চহ্বান প্রভাব খাটিয়ে নিজের পরিবার পরিজনদের নামে একাধিক ফ্ল্যাট কেনেন। এবং তাও নূন্যতম দামের বিনিময়ে। দুর্নীতির খবর বাইরে আসতেই শোরগোল পড়ে যায় চারিদিকে। সেই সময় অবস্থা বেগতিক দেখে পদত্যাগও করেন অশোক চহ্বান।
আরও পড়ুন : ভোটের মুখে পাঞ্জাব সফরে মমতা, আপের সঙ্গে বৈঠকের সম্ভাবনা, কাটবে জোটের জট?
যদিও এই প্রথম নয়, দিনকয়েক আগেই মিলিন্দ দেওরা এবং বাবা সিদ্দিকিও কংগ্রেসকে বিদায় জানিয়ে NDA তে যোগ দিয়েছেন। এসবের মাঝেই অশোক চহ্বানেরও দলবদলকে কংগ্রেসের বড় ক্ষতি বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। একাধিক রিপোর্ট দাবি করছে, মহারাষ্ট্র কংগ্রেস সভাপতি নানা পাটোলের প্রতি অসন্তুষ্ট থাকার কারণেই দল চেয়েছেন অশোক চহ্বান।