আর হবে না সমস্যা, বিশ্বের এই দেশগুলিতে আরামে ব্যবহার করতে পারবেন ভারতের UPI, দেখুন তালিকা

বাংলাহান্ট ডেস্ক : ভারতের আর্থিক ক্ষেত্রে আমূল পরিবর্তন আসে ইউপিআই পেমেন্ট সিস্টেমের মাধ্যমে। স্মার্টফোনের মাধ্যমে ইউপিআই প্ল্যাটফর্ম ব্যবহার করে নিমেষে এক ব্যাংক একাউন্ট থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে অর্থ প্রদান করা যায়। ইউপিআই পেমেন্টের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বাণিজ্যক্ষেত্রে।

বড় হোটেল থেকে শুরু করে পাড়ার মোড়ের পানের দোকান, কিউআর কোড স্ক্যান করে ইউপিআই-এর মাধ্যমে সহজেই আর্থিক লেনদেন সম্ভব। তবে বর্তমানে ভারত ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে চালু হয়েছে এই ইউপিআই সিস্টেম। এই দেশগুলিতে ভারতীয়রা ইউপিআই-এর মাধ্যমে অর্থ লেনদেন করতে পারবেন।

আরোও পড়ুন : মোদিকে স্বাগত জানাতে সাজিয়ে তোলা হল বুর্জ খালিফা। এখানে কী লেখা ফুটে উঠল জানেন?

ভারতের বাইরে শ্রীলংকা ও মরিশাসে চালু হয়েছে ইউপিআই। ধীরে ধীরে ইউপিআই গৃহীত হওয়া শুরু হয়েছে ফ্রান্স, UAE, সিঙ্গাপুর, ভুটান এবং নেপালে।ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) দ্বারা ২০১৬ সালে শুরু হয় ইউপিআই। এরপর দ্রুত ইউপিআই পেমেন্ট সিস্টেম গোটা দেশে প্রভাব বিস্তার করতে শুরু করে। 

আরোও পড়ুন : বাংলার মুখ উজ্জ্বল করল ইরাদ্রী! দেখুন, জেইই (মেন) পরীক্ষায় কীভাবে সফল হলেন তিনি

বিভিন্ন ব্যাংকের নিজস্ব ইউপিআই অ্যাপ ছাড়াও, গুগল পে, ফোন পে, পেটিএম এর মতো থার্ড পার্টি ইউপিআই অ্যাপগুলো জনপ্রিয়তা লাভ করতে শুরু করে।’MyGovIndia’ সোশ্যাল মিডিয়ায় একটি পোষ্টের মাধ্যমে জানিয়েছে, বর্তমানে কোন কোন দেশে ভারতের ইউপিআই সিস্টেম উপলব্ধ। এই বিষয়ে একটি গ্লোবাল মানচিত্র পোস্ট করা হয়েছে, যেখানে ইউপিআই এনাবেল দেশগুলিকে হাইলাইটেট করা হয়েছে।

Eiffel Tower tickets can be purchased through UPI

এই পোস্টে লেখা হয়েছে, ইউপিআই এবার গ্লোবাল। Unified Payments Interface পথ চলা শুরু করল শ্রীলংকা ও মরিশাসে। সরকারের পক্ষ থেকে এই পোস্টে দাবি করা হয়েছে, ইউপিআই পেমেন্ট বর্তমানে সিঙ্গাপুর, ভুটান, নেপাল, শ্রীলংকা, মরিশাস, ইউএআই ও ফ্রান্সে উপলব্ধ। এই সব দেশে ভারতীয় পর্যটকেরা নিজেদের ইউপিআই অ্যাপ ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর