বাংলাহান্ট ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার পৌঁছেছেন আরব আমিরশাহীতে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি সেখানে বুধবার উদ্বোধন করলেন ভারত মার্ট প্রকল্পের। দৃঢ়তার সাথে বললেন, ”ভারত-ইউএই মৈত্রী দীর্ঘজীবী হোক।” আগামী বছরের মধ্যে ভারত মার্ট চালু হয়ে যাবে। ভারতের প্রধানমন্ত্রীর হাতে আজ তার অগ্রিম সূচনা হল।
বিশেষজ্ঞরা বলছেন, ভারত মার্টের মাধ্যমে ভারতের প্রতিধ্বনি আরো জোরালো হবে বিশ্ব বাজারে। আমদানি নির্ভরতা কমিয়ে, রপ্তানিকারক দেশ হিসেবে ভারত নিজের জায়গা আরো শক্ত করবে। আরো প্রশস্ত হবে বিদেশী মুদ্রা অর্জনের পথ। এর আগে চীনের পক্ষ থেকে শুরু করা হয়েছিল ড্রাগন মার্ট। এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন দেশীয় পণ্যের প্রচার ও প্রসার।
আরোও পড়ুন : সরস্বতী পুজোর মধ্যে বড় সুখবর সরকারি কর্মচারীদের জন্য, অতিরিক্ত ২২৭৮৮ টাকা মিলবে DA বাবদ
ভারত মার্ট-এর কাজও হবে অনেকটা সেরকম। UAE এর ভারত মার্ট গড়ে উঠেছে ১ লক্ষ বর্গমিটার অঞ্চল জুড়ে। আমিরশাহীতে এটি ভারতীয় ব্যবসায়ীদের বড় একটি কেন্দ্র হতে চলেছে। এই প্রকল্পের মাধ্যমে ভারতের সাথে আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার মতো দেশের ব্যবসায়িক দিক আরও উন্মোচিত হবে।
আবু ধাবিতে আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রবাসী ভারতীয়দের সামনে বলেছেন, ”আপনারা আজ আবু ধাবিতে (Abu Dhabi) ইতিহাস সৃষ্টি করলেন। ইউএই’র সমস্ত কোনা থেকে, ভারতের বিভিন্ন রাজ্য থেকে সকলে এসেছেন। কিন্তু সকলের হৃদয় একসুতোয় গাঁথা। এই ঐতিহাসিক স্টেডিয়ামে প্রতিটি হৃদস্পন্দন বলছে, ভারত-ইউএই মৈত্রী দীর্ঘজীবী হোক।”