বাংলা হান্ট ডেস্ক : সকাল থেকে ফের একবার যাত্রী ভোগান্তি। কুন্তিঘাটে রেলের প্যান্টোগ্রাফ ভেঙে পড়ায় আজ সকাল থেকেই ট্রেন চলাচল অনিয়মিত। স্টেশনে ঠাঁয় দাঁড়িয়ে ডাউন কাটোয়া-হাওড়া ও কাটোয়া-ব্যান্ডেল লোকাল (Bandel Katwa Local Train)। সূত্রের খবর, কম করে ৬টি ট্রেন সময় পেরিয়ে গেলেও যাত্রা শুরু করতে পারেনি। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে এই ট্রেনগুলি।
জিরাটের স্টেশন মাস্টার জানাচ্ছেন, ভোর রাতে প্যান্টোগ্রাফ ভেঙে পড়ার কারণেই শুরু হয়েছে এই বিপত্তি। যাত্রীরাও ভালোই দুর্ভোগ পোহাচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে জানাচ্ছে রেল কর্তৃপক্ষ। সকালের দিকটা কিছু এক্সপ্রেস ট্রেন আপ লাইন দিয়ে চালানো হয়েছে বলে খবর।
কিন্তু কেন এই সমস্যা? রেল সূত্রে খবর, ভোরের দিকে একটি হাওড়ামুখী লোকাল ট্রেন কুন্তিঘাট স্টেশন পার করছিল। আর সেই সময়ই প্যান্টোগ্রাফ ভেঙে যায়। সেই কারণেই যত সমস্যা। প্যান্টোগ্রাফ সারানোর কাজ শুরু হলেও এখনও বেশকিছুটা সময় লাগবে বলেই জানিয়েছেন পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র।
আরও পড়ুন : ভোটের আগে বড় ধাক্কা, কংগ্রেস ছেড়ে BJP তে নাম লেখালেন প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি বিভাকর
খবর মিলেছে, প্যান্টোগ্রাফ ছিঁড়ে যাওয়ার কারণে, ডাউন লাইনে ওভারহেডের তারের একাংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর থেকেই আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আপ লাইনেও বিঘ্নিত হয়েছে ট্রেন চলাচল। ভোরবেলা এই ট্রেনে করেই সবজি নিয়ে শেওড়াফুলি হাটে যায় চাষীরা। আজ তারাও যেতে পারেননি। এক নিত্যযাত্রী বলেন, ‘প্রতিদিন ভেন্টারে করে কাটোয়া থেকে শেওড়াফুলির হাটে যাই। কিন্তু, আজকের সমস্যার জন্য তা হয়নি। এভাবে ভোগান্তিতে পড়তে হবে ভাবিনি। একটা গোটা দিনের আয় নষ্ট হল।’