বাংলাহান্ট ডেস্ক : প্রয়াত কার্গিল যুদ্ধের (Kargil War) নায়ক ক্যাপ্টেন বিক্রম বাত্রার (Vikram Batra) মা (Mother) চলে গেলেন না ফেরার দেশে। ৭৭ বছর বয়সে জীবনাবসান ঘটল তাঁর। ক্যাপ্টেন বিক্রম বাত্রার মা কমলকান্ত বাত্রার (Kamal Kanta Batra) প্রয়াণে শোকোস্তব্ধ সবাই। এই রত্নগর্ভা ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন হিমাচল প্রদেশে (Himachal Pradesh)।
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু কমলকান্ত বাত্রার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি বলছেন, “শহিদ ক্যাপ্টেন বিক্রম বাত্রার মা কমলকান্ত বাত্রার মৃত্যুর দুঃখজনক খবর পেয়েছি। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে বিক্রম বাত্রার মা যেন ঠাকুরের কাছে শান্তিতে থাকতে পারেন। সেইসঙ্গে তার শোকস্তব্ধ পরিবারকে অপরিসীম শোক সহ্য করার শক্তি দিক ঠাকুর।”
আরোও পড়ুন : ‘আমি অসুস্থ, ED যাতে অত্যাচার না করে’, বিচারকের কাছে কাতর আর্জি রেশন দুর্নীতির বিশ্বজিতের
ক্যাপ্টেন বিক্রম বাত্রার মা কমলকান্ত বাত্রা রাজনৈতিক আঙিনাতেও পদার্পণ করেছিলেন। হিমাচল প্রদেশের হামিরপুর থেকে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তিনি। যদিও তার কয়েক মাস পরেই তিনি আম আদমি পার্টি থেকে সম্পর্ক ছিন্ন করেন। কমলকান্ত বাত্রা সেই সময় বলেন, এই রাজনৈতিক দলের কাজকর্ম ও সাংগঠনিক কাঠামো নিয়ে তিনি সন্তুষ্ট নন।
কার্গিল যুদ্ধে মাত্র ২৪ বছর বয়সে শহীদ হন ক্যাপ্টেন বিক্রম বাত্রা। কারগিল যুদ্ধে তার লড়াই নিয়ে আজও চর্চা হয় আমজনতার মনে। মরণোত্তর বীরত্ব পুরস্কার এবং পরমবীর চক্রে ভূষিত করা হয়েছিল ভারত মাতার এই বীর সন্তানকে। টাইগার অফ দ্রাস, লায়ন অফ কার্গিল, কার্গিল হিরো ইত্যাদি নামেও ক্যাপ্টেন বিক্রম বাত্রাকে সম্বোধন করা হয়ে থাকে।