বাংলা হান্ট ডেস্কঃ রাজনীতির ছন্দে ফেরার পরই দিল্লিতে তলব। লোকসভা ভোটের আগে এবার ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে (TMC MP Dev) সমন পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ইডি সূত্রের খবর, আর্থিক তছরুপ মামলায় জিজ্ঞাসাবাদ করতে আগামী ২১ ফেব্রুয়ারি তাকে দিল্লিতে ইডির সদর দফতরে ডেকে পাঠিয়েছে গোয়েন্দা সংস্থা।
জানা গিয়েছে ইমেল মারফত দেবের কাছে নোটিশ পাঠিয়েছে ইডি। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে (Prevention of Money Laundering Act) তৃণমূলের তারকা সাংসদকে ডেকে পাঠানো হয়েছে। বেশ কিছু নথি নিয়ে তাকে হাজিরা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, এর আগেও এই একই মামলায় ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন দেব।
পূর্বে ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি এই মামলায় দেবকে কলকাতায় নিজামে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। তবে এবার সরাসরি দিল্লিতে তলব। সেই সময় সিবিআই সূত্রে জানা গিয়েছিল, গরু পাচারকাণ্ডে বিভিন্ন সাক্ষীকে জেরা করে দেবের নাম সামনে এসেছে। তাই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবার ফের লোকসভা ভোটের আগে দেবকে তলব ঘিরে শোরগোল পড়েছে রাজ্য-রাজনীতিতে।
প্রসঙ্গত, গরু পাচার মামলায় ২০২২ সাল থেকে জেলবন্দি তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। গত বছর দেবকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিলেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ। তার অভিযোগ ছিল, গরু পাচারকাণ্ডে ধৃত এনামুল হকের কাছ থেকে ৫ কোটি টাকা নিয়েছেন দেব। যদিও সেই সময় দেব পাল্টা চ্যালেঞ্জ করে বলেন, হিরণের কাছে প্রমাণ থাকলে ও ইডি-সিবিআই এর কাছে যাক। ওদিকে দিন কয়েক আগেও দেব দুর্নীতিতে জড়িত বলে ফের অভিযোগ তুলেছিলেন হিরণ।
আরও পড়ুন: বুকে, পাঁজরে, কোমরে চোট, ICU-তে চলছে অক্সিজেন! কেমন আছেন সুকান্ত? জানালেন শুভেন্দু
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই বঙ্গ রাজনীতিতে চর্চার শিরোনামে ছিলেন দেব। সাংসদের বিভিন্ন কথা, ইঙ্গিতে তার রাজনীতি ছাড়ার জল্পনা জোড়ালো হচ্ছিল। যদিও মমতা এবং অভিষেকের সঙ্গে বৈঠকের পর সেই পালা চুকে গিয়েছে। তৃণমূল সুপ্রিমো ও দলের সেনাপতির সাথে জোড়া বৈঠকের পর ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে দেব বলেছিলেন, “আমি ছাড়তে চাইলেও রাজনীতি আমাকে ছাড়বে না!” তিনি যে ফের ঘাটাল থেকে লোকসভা ভোটে দাঁড়াতে চলেছেন তাই পাকা বলে জানা গিয়েছিল। তবে এরই মধ্যেই এবার সাংসদ দেবকে নোটিস ধরাল ইডি।