বাংলাহান্ট ডেস্ক : প্রতিবছর পঁচিশ হাজার টাকা করে দেওয়া হবে মেয়েদের পড়াশোনার জন্য। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘোষণা করলেন সরস্বতী পুজোর দিন। ‘মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গল যোজনা’-র অধীনে এতদিন সরকারের পক্ষ থেকে ১৫ হাজার টাকা করে দেওয়া হত। উত্তরপ্রদেশ সরকার আগামী এপ্রিল মাস থেকে এই অংকটা ২৫ হাজার টাকা করতে চলেছে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী এপ্রিল মাস থেকেই দেওয়া হবে এই পঁচিশ হাজার টাকা।উত্তরপ্রদেশ সরকার ‘মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গল যোজনা’-র অধীনে স্নাতক হওয়া পর্যন্ত মেয়েদের পড়াশোনার জন্য বাৎসরিক ১৫ হাজার টাকা করে প্রদান করে। সরকারের পক্ষ থেকে মেয়েদের শিক্ষার জন্য এই টাকা প্রদান করা হয়।
আরোও পড়ুন: হাতে মাত্র ২ ঘন্টা! বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু কলকাতা সহ দক্ষিণবঙ্গের ১০ জেলায়: ভয়ঙ্কর আবহাওয়ার খবর
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী দাবি করেছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর চেয়ারে ২০১৭ সালে বসার পর এই প্রকল্পের ফলে এখনো পর্যন্ত উপকৃত হয়েছেন রাজ্যের ১৭ লাখের বেশি পড়ুয়া। পাশাপাশি যোগী বলেছেন, ‘মুখ্যমন্ত্রী সামুহিক বিবাহ’ প্রকল্পের আওতায় ২০১৭ সাল থেকে সরকার তিন লাখের বেশি বিয়ের উদ্যোগ নিয়েছে।
আরোও পড়ুন : অমৃত ভারত স্কিমে সেজে উঠছে বর্ধমান স্টেশন, নয়ারূপ দেখলে তাক লেগে যাবে
সরকার ৫১ হাজার টাকা করে খরচা করেছে প্রত্যেক দম্পতির জন্য। এটা দেখে অত্যন্ত ভালো লাগছে যে গরিব এবং আর্থিক স্বচ্ছল পরিবারের ছেলেমেয়েরা নির্বিশেষে মুখ্যমন্ত্রী সামুহিক বিবাহ প্রকল্পে অংশগ্রহণ করছেন। লখনউয়ে ‘মুখ্যমন্ত্রী সামুহিক বিবাহ সমারোহ’-র মঞ্চ থেকে বুধবার যোগী আদিত্যনাথ এই বিষয়ে মুখ খুলেছেন।
তিনি বলেন, ‘মহিলাদের সুরক্ষা, আত্মসম্মান এবং আত্মনির্ভরতার জন্য ২০১৪ সালে বেটি বাঁচাও, বেটি পড়াও কর্মসূচি চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেয়েরা তখনই দেশ এবং সমাজের জন্য অবদান রাখতে পারবে, যখন তাদের সুরক্ষা নিশ্চিত করা হবে এবং তাদের শিক্ষিত করে তোলা হবে।’