সোনার বাজারে নতুন আপডেট, ১ লাখ টাকার গয়নায় কত GST লাগবে জানুন

Published on:

Published on:

GST On Gold new update know how much will be charged on jewelry worth Rs 1 lakh

বাংলা হান্ট ডেস্ক: উৎসবের মরশুমের আগে আমজনতাকে কেন্দ্র সরকারের বড় উপহার। বুধবার নয়া দিল্লিতে আয়োজিত হয়েছিল GST কাউন্সিলের ৫৬ তম বৈঠক। সেই বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলেন সিতারামন নতুন জিএসটির হার ঘোষনা করেছিলেন। এই নতুন জিএসটির কার্যকর ভাবে ২২শে সেপ্টেম্বর থেকে। এছাড়াও এই নতুন এই নতুন জিএসটিতে চারটি স্লাবে নয় মূলত দুটি স্লাবে নেওয়া হবে। এছাড় াও বিশেষ কিছু ক্ষেত্রে জিএসটি নেওয়া হবে ৪০ শতাংশ হারে। এর পাশাপাশি সোনা ও রুপোর উপরে ৩% জিএসটি ও গয়না তৈরি চার্জ এর উপরে পাঁচ শতাংশ জিএসটি  প্রযোজ্য থাকবে (GST On Gold)। অতএব আপনি যদি ১ লাখ টাকার সোনাও রূপকে দেন তাহলে আপনাকে দিতে হবে ৩০০০ টাকা জিএসটি।

সোনার গয়না কেনার পরিকল্পনা? GST-সহ ১ লক্ষ টাকার খরচের হিসেব রইল (GST On Gold)

বুধবার কাউন্সিলের প্রথম বৈঠকের পর অর্থমন্ত্রী নির্মলেন সীতারামন নতুন জিএসটি’র হার ঘোষণা করেছিলেন। এই জিএসটি গুলি আগামী সেপ্টেম্বরের ২২ তারিখ থেকে কার্যকর হবে। বুধবার বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী জানান, ১২% ও ২৮% জিএসটি স্ল্যাব বাতিল করা হয়েছে। এই নতুন জিএসটি’র (GST)ফলে সামান্য কিছুটা কমেছে সোনার দাম (GST On Gold)।

GST On Gold new update know how much will be charged on jewelry worth Rs 1 lakh

আরও পড়ুন: ৯ ঘণ্টা নয়! বেসরকারি প্রতিষ্ঠানে এবার প্রতিদিন ১০ ঘণ্টা কাজ, ক্ষোভ এই রাজ্যে

বুধবার নয়া দিল্লিতে চলমান জিএসটি কাউন্সিলের বৈঠকের পর মনে করা হচ্ছে, সাধারণ জনগণের জন্য কর হার সরলীকরণ ও তার হ্রাস করার দিকে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এছাড়াও সমস্ত রাজ্যের অর্থমন্ত্রীরা এই নতুন কর্মী নীতি বাস্তবায়নে একমত হয়েছে।

প্রসঙ্গত, এখন দেশে শুধুমাত্র দুটি কর স্ল্যাব থাকবে। যা ৫% ও ১৮%। এর পাশাপাশি জিএসটি কাউন্সিলের বৈঠকের পর সোনা ও রুপোর দামে ঠিক সেই রকম ভাবে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন। তবে যেখানে লাখ টাকার ওপরেই সোনা বিক্রি হচ্ছে। সেখানে সামান্য হলেও কিছুটা কমেছে হলুদ ধাতুর দর (GST On Gold)।

তবে কিছু রাজ্যে এই নতুন জিএসটি সংস্করণের ফলে যা ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ দাবি করে বলেছেন যে তারা আয়ের ক্ষেত্রে বড় ক্ষতির সম্মুখীন হতে পারে। তবে নতুন এই কর সংস্করণের আওতায় গ্রাহকেরা সুবিধা পাবেন। গ্রাহকদের পাশাপাশি ব্যবসায়ীরাও সহজ প্রক্রিয়া থেকে উপকৃত হবেনন।

তবে ভারতে ইতিমধ্যে সোনার দাম আকাশছোঁয়া। বিশেষজ্ঞদের মতে ভারতের সোনার দাম আন্তর্জাতিক মূল্য ও আমদানি শুল্ক এবং ট্যাক্স ও ডলার রুপির বিনিময় হাড়ের মতো অনেক বিষয়ের ওপর নির্ভর করে। আর এই কারণেই প্রতিদিন সোনার দামে পরিবর্তন হয়। এর পাশাপাশি ট্রাম্পের শুল্ক নীতির জন্য সোনার দামে উত্থান লেগে রয়েছে।