বাংলাহান্ট ডেস্ক : উৎসবের মরশুম শুরু হতে চলেছে। তার আগে যাত্রীদের জন্য একের পর এক বড় ঘোষণা করে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। উৎসবের মরশুমে তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে এবার বিশেষ উদ্যোগ নিল রেল। দেশের সাতটি জ্যোতির্লিঙ্গ সফরের জন্য প্যাকেজ শুরু করতে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। আইআরসিটিসির (IRCTC) তরফে শুরু করা হবে এই সফর।
বিশেষ আধ্যাত্মিক সফর শুরু করছে ভারতীয় রেল (Indian Railways)
এই সফরের নাম রাখা হয়েছে ‘ভারত গৌরব টুরিস্ট ট্রেন ফর দর্শন’। জানা যাচ্ছে, মোট ১২ দিনের এই সফরটিতে দর্শন করা যাবে ওঙ্কারেশ্বর, মহাকালেশ্বর, নাগেশ্বর, সোমনাথ, এ্যম্বকেশ্বর, ভীমাশংকর, ঘৃষ্ণেশ্বর। পাশাপাশি শ্রীকৃষ্ণের দ্বারকাধীশ, বেট দ্বারকাও থাকছে এই প্যাকেজে।
কত দিনের সফর: সফর শুরু হবে হৃষিকেশ থেকে। স্লিপার ক্লাস, এসি টু এবং এসি থ্রি টায়ারে সফর করা যাবে এই প্যাকেজে। আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে সফর (Indian Railways)। মোট ১১ রাত ১২ দিনের সফরে নাম নথিভুক্ত করতে পারবে ৭৬৭ জন তীর্থযাত্রী। খরচ ধার্য করা হয়েছে মাথাপিছু ২৪ হাজার থেকে ৫৪ হাজার টাকা।
আরও পড়ুন : মুক্তির একদিন আগেও অব্যাহত বিতর্ক, সেন্সরের কোপে পেছোলো ‘দ্য বেঙ্গল ফাইলস’এর রিলিজ!
খরচ কেমন থাকছে: জানা যাচ্ছে, এই টাকার মধ্যে রয়েছে খাওয়া খরচ, রাতে থাকার হোটেলের খরচ এবং সফরের জন্য বিমা খরচও। তবে পুরো সফরেই নিরামিষ খাবার পাবেন পুণ্যার্থীরা। আইআরসিটিসির (Indian Railways) ম্যানেজাররাও এই সফরে সঙ্গে থাকবেন পুণ্যার্থীদের।
আরও পড়ুন : মেট্রো রুটের জন্য যাত্রী বেড়েছে ৬০ শতাংশ! ভিড় সামলাতে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন নিয়ে নতুন ভাবনা রেলের
এমন উদ্যোগ অবশ্য আইআরসিটিসির প্রথম নয়। শ্রীরামের সঙ্গে তীর্থযাত্রীদের আত্মিক যোগ সুদৃঢ় করতে বিশেষ সফর শুরু করা হয়েছে। মোট ১৬ রাত ১৭ দিনের প্যাকেজে শ্রীরামের সঙ্গে সম্পর্কিত ৩০ টি জায়গায় ঘোরাবে ট্রেন। দিল্লির সফদরজং স্টেশন থেকে রামেশ্বরম পর্যন্ত যাবে এই স্পেশ্যাল ট্রেন।