জেলবন্দি অবস্থাতেও SSC পরীক্ষা দেওয়ার অনুমতি, পকসো মামলায় অভিযুক্তকে নজিরবিহীন রায় হাই কোর্টের

Published on:

Published on:

Calcutta High Court allows jailed teacher to sit for SSC exams

বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা ঘিরে রাজ্যে উত্তপ্ত পরিস্থিতির মাঝেই বিশেষ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। পকসো মামলায় জেলবন্দি এক প্রাক্তন শিক্ষককে এসএসসি-র নিয়োগ পরীক্ষায় বসার অনুমতি দিল আদালত। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিংহ জানিয়ে দেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বন্দি অবস্থাতেই পরীক্ষায় বসার ব্যবস্থা করতে হবে।

প্রসঙ্গত, ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় পাশ করে মাধ্যমিক স্তরের ইতিহাসের শিক্ষক হিসেবে চাকরি পান আব্দুস সাত্তার। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে ওই নিয়োগ বাতিল হয়ে যায়। অন্যদের মতো তাঁরও চাকরি চলে যায়। তবে তিনি ‘দাগি’ তালিকায় না থাকায় ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি পান।

এরপর ২০২৪ সালে একটি পকসো মামলায় তাঁর নাম জড়ায়। সেই থেকে জেলবন্দি আব্দুস সাত্তার। যদিও আব্দুসের আইনজীবীর দাবি, স্থানীয় এক তৃণমূল নেতার চক্রান্তে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাঁকে। তাঁরা আদালতে জানান, মক্কেল নির্দোষ, ষড়যন্ত্রের শিকার।

কারা কর্তৃপক্ষ থেকে অনুমতি না মেলায় হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ আব্দুস

এর মাঝেই নতুন নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি ঘোষণা করে এসএসসি (SSC)। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসার আবেদন জানান আব্দুস। অ্যাডমিট কার্ডও পান তিনি। কিন্তু জেলে থাকায় পরীক্ষায় বসার অনুমতি মেলে না। কারা কর্তৃপক্ষ থেকে অনুমতি না-মেলায় শেষে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি।

আব্দুস সাত্তারকে পরীক্ষায় বসার সুযোগ দিল হাই কোর্ট (Calcutta High Court)

বৃহস্পতিবার হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিংহ নির্দেশ দেন, বন্দি আব্দুস সাত্তারকে পরীক্ষায় বসার সুযোগ করে দিতে হবে। পরীক্ষাকেন্দ্রে হাজির করানোর জন্য কারা কর্তৃপক্ষকেই দায়িত্ব নিতে হবে। যদিও তাঁর জামিনের আবেদন এখনও মঞ্জুর হয়নি। তবে, আদালতের রায়ে অন্তত পরীক্ষার সুযোগ পেলেন আব্দুস।

Calcutta High Court allows jailed teacher to sit for SSC exams

আরও পড়ুনঃ লিলুয়ায় ইন্ডাস্ট্রিয়াল পার্ক, পোলবায় কারখানা, শিল্প ও আবাসনের জন্য বরাদ্দ জমি নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

চাকরি হারানো, মিথ্যা অভিযোগে ফাঁসানো ও জেলবন্দি জীবন, একের পর এক ধাক্কার পর অবশেষে আদালতের ভরসায় পরীক্ষায় বসার সুযোগ পেলেন আব্দুস সাত্তার। হাই কোর্টের (Calcutta High Court) এই নির্দেশ নিঃসন্দেহে নজিরবিহীন। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ শেষ পর্যন্ত কতটা সত্যি, আর কতটা ষড়যন্ত্র, সেটা এখনও দেখার অপেক্ষা।