১-২টি নয়, শারদীয়ায় ১৭ টি গান উপহার মমতার, এই পুজোর থিম সং-ও লিখবেন মুখ্যমন্ত্রী?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : পুজো এগিয়ে আসছে। চলতি মাসের শেষেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। বিভিন্ন পুজো কমিটি শুরু করে দিয়েছে প্যান্ডেল তৈরির তোড়জোড়। ইতিমধ্যেই পুজো কমিটিগুলির জন্য এ বছরের অনুদানের পরিমাণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর এবার পুজোর গান নিয়েও বড় ঘোষণা করলেন তিনি।

পুজোয় ১৭ টি গান মুক্তি পেতে চলেছে মমতার (Mamata Banerjee)

এবারে দুর্গাপুজোয় মোট ১৭ টি গান মুক্তি পেতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সম্প্রতি বিধানসভার স্টাফ রিক্রিয়েশন ক্লাবের অনুষ্ঠানে একথা জানিয়েছেন তিনি। পাশাপাশি শহরের এক নামী পুজোর জন্য থিম সংও তিনি লিখতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এর আগেও পুজোর জন্য থিম সং লিখেছেন মমতা (Mamata Banerjee)। সেই গান গেয়েছেন নামী শিল্পীরা।

Mamata Banerjee to release 17 songs on this durga puja

নামী পুজোর থিম সং তৈরির সম্ভাবনা: শোনা যাচ্ছে, এবার উত্তর কলকাতার অন্যতম নামী পুজো টালা প্রত্যয়ের থিম সং লিখতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কী গান তা জানা না গেলেও সূত্রের খবর বলছে, পুজোর আগে সঠিক সময়েই তা প্রকাশ পাবে। উল্লেখ্য, গত কয়েক বছর ধরে দক্ষিণ কলকাতার নামী পুজো সুরুচি সঙ্ঘের থিম সং লিখছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন বছরে সেইসব গানে কণ্ঠ দিতে দেখা গিয়েছে কুমার শানু, শ্রেয়া ঘোষাল, জিৎ গঙ্গোপাধ্যায়দের মতো শিল্পীদের।

আরও পড়ুন : মেট্রো রুটের জন্য যাত্রী বেড়েছে ৬০ শতাংশ! ভিড় সামলাতে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন নিয়ে নতুন ভাবনা রেলের

বাঙালি অস্মিতা নিয়ে গান রচনা: আসন্ন নির্বাচনের আগে বাঙালি অস্মিতা এবার তৃণমূলের বড় হাতিয়ার ভোটের লড়াইয়ের ক্ষেত্রে। বিভিন্ন রাজ্যে বাংলা ভাষা ও বাঙালির উপরে অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) সহ তাঁর দলের নেতানেত্রীরা। বাংলা ভাষার উপরে আক্রমণ নিয়েও গান বেঁধেছেন মমতা।

আরও পড়ুন : উৎসবের মরশুমে ৭ জ্যোতির্লিঙ্গ ঘুরে দেখাবে ভারতীয় রেল, মাথাপিছু খরচ কেমন? কবে শুরু সফর?

বাঙালি অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রীর লেখা গান ইতিমধ্যেই গেয়ে শুনিয়েছেন মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেন। পাশাপাশি এখনও পর্যন্ত মোট দেড় হাজার কবিতাও তিনি লিখেছেন বলে জানিয়েছেন মমতা। আর এবার আরও ১৭ টি গান রাজ্যবাসীকে উপহার দিতে চলেছেন তিনি।