ট্রাম্পের “ঔদ্ধত্যের” যোগ্য জবাব! ডলারকে ঝটকা দিতে “মেগা প্ল্যান” ভারত-চিনের

Published on:

Published on:

India-China
Follow

বাংলা হান্ট ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই ভারত সহ একাধিক দেশের ওপর অত্যধিক শুল্ক আরোপ করেছেন। যার ফলে প্রত্যক্ষভাবে ভাবে প্রভাবিত হচ্ছে বাণিজ্য। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারত ও চিন (India-China) আমেরিকাকে যোগ্য জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিনে সফর করেন। যেখানে তিনি তিয়ানজিনে SCO শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছিলেন। সেই সময় একটি শক্তিশালী চিত্র ছবি আসে। যেখানে প্রধানমন্ত্রী মোদী, চিনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে একসঙ্গে দেখা যায়। মুহূর্তের মধ্যে এই চিত্র সমগ্র বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে।

বড় পরিকল্পনা ভারত-চিনের (India-China):

মূলত, সাম্প্রতিক সময়ে ভারত এবং চিন (India-China) দূরত্ব মিটিয়ে বন্ধুত্বের নয়া সমীকরণ তৈরি করছে। এই দুই দেশই আমেরিকার শুল্ক আরোপের জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। যেখানে রাশিয়াও তাদের সমর্থন করতে পারে বলে অনুমান করা হচ্ছে। SCO শীর্ষ সম্মেলনের সময় অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। যেখানে বাণিজ্যের জন্য একটি নতুন পেমেন্ট সিস্টেম আনার বিষয়েও আলোচনা হয় বলে জানা গিয়েছে। এমতাবস্থায়, ভারত এবং চিন ডলারের পরিবর্তে বাণিজ্যের জন্য একটি নতুন সিস্টেম আনতে পারে।

India-China

“ইকোনমিক টাইমস”-এর একটি রিপোর্ট অনুসারে, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অফ বিজনেসের অধ্যাপক মাত্তেও মাজ্জিওরি ভূ-অর্থনীতির পরিবর্তনশীল ভূমিকা সম্পর্কে বলেছেন যে, শক্তিশালী দেশগুলি এখন রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য বাণিজ্য ও আর্থিক ব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তিনি চিনের উদাহরণ দেন, যারা রেয়ার আর্থ মিনারেলসের সম্পদ নিয়ন্ত্রণ করে। একইভাবে, আমেরিকা বিশ্বব্যাপী আর্থিক ব্যবস্থা ব্যবহার করে।

আরও পড়ুন: আর্থিক দুর্নীতি সহ ব্লেকমেইলিংয়ের অভিযোগ! Zee Media-র চ্যানেল হেডের বিরুদ্ধে FIR, শুরু তদন্ত

আমেরিকাকে জবাব দিতে ভারত-চিন প্রস্তুতি নিচ্ছে: মাজ্জিওরি আরও বলেন যে, ভারত ও চিনের মতো দেশগুলি এখন বিকল্প পেমেন্ট সিস্টেম তৈরি করছে। এই উভয় দেশই আমেরিকান চাপ কমাতে চায়, যাতে তারা তাদের প্রভাব বাড়াতে পারে।

আরও পড়ুন: ভারতের ওপর শুল্ক আরোপ করা অত্যন্ত জরুরি, কারণ… মার্কিন আদালতে “অদ্ভুত যুক্তি” দিলেন ট্রাম্প

আমেরিকা পেতে পারে ধাক্কা: জানিয়ে রাখি যে, আমেরিকা ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। চিনের ওপরও শুল্ক আরোপ করা হয়েছে। এমতাবস্থায়, ভারত ও চিন (India-China) যদি এখন ডলারের বিপরীতে নতুন পেমেন্ট সিস্টেম চালু করে, সেক্ষেত্রে আমেরিকা বড় ধাক্কা খেতে পারে। উল্লেখ্য যে, এখনও পর্যন্ত একাধিক বড় দেশ বাণিজ্যের জন্য কেবল ডলার ব্যবহার করে।